Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

39 PARAMEDICAL STAFFS IN IISCO

Advt. No.: 25-26/Hospital/02

Burnpur Hospital invites applications for Walk In Interview for engagement of trainees under a Proficiency Training Programme (Paramedics) from Qualified Paramedics  for a period of 18 months.

Post: Operation Theatre Technician, Dresser, X-ray Technician, ECG Technician, Audio Metrist, Pharmacist, Laboratory Technician & Blood Centre Technician, Pulmonary Function Test Technician, Optometrist, Phlebotomist, Vaccinator, Dental Assistance/Dental Operating Room Asst, Nurses, Dialysis Technician.

Total vacancy: 39. Operation Theatre Technician: 3, Dresser: 2, X-ray Technician: 2, ECG Technician: 2, Audio Metrist: 1, Pharmacist: 2, Laboratory Technician & Blood Centre Technician: 3, Pulmonary Function Test Technician: 1, Optometrist: 2, Phlebotomist: 2, Vaccinator: 1, Dental Assistance/Dental Operating Room Asst: 1, Nurses: 15, Dialysis Technician: 2.

Eligibility:  strem wise different.

Age:  30 years (as on 29/08/2025) (relaxation shall be given for the reserved candidates).

Stipend:  stream wise different.

Date of Walk in Interview:  15th & 16th September, 2025 at 9 am.

………………………………………………………………………..

বার্নপুর হাসপাতালে ৩৯ স্বাস্থ্যকর্মী

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ বার্নপুর হাসপাতালে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ড্রেসার, এক্স-রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, অডিয়ো মেট্রিস্ট, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ান, পালমোনারি ফাংশন টেস্ট টেকনিশিয়ান, অপ্ঢোমেট্রিস্ট, ফ্লেবোটমিস্ট, ভ্যাক্সিনেটর, ডেন্টাল হাইজিনিস্ট / ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্যটান্ট, নার্স, ডায়ালিসিস টেকনিশিয়ান পদে ৩৯ জন ছেলেমেয়েনিয়োগ করা হবে৷ বয়স: ২৯ আগস্ট, ২০২৫ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ ১৮ মাসের একটি প্রফিসিয়েন্সি ট্রেনিং প্রোগ্রাম – এর অধীন এই নিয়োগ হবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৫ ও ১৬ সেপ্টেম্বর, ২০২৫ এই ঠিকানায় —Confluence, SAIL-ISP, Opp. To Burnpur Post Office, Near Bharti Bhawan, Burnpur-713325, Dt: Paschim Bardhaman, West Bengal৷

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর অপারেশন থিয়েটার টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা অপারেশন থিয়েটার টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ড্রেসার -এর ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিয়োলজি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা  পাশ অথবা রেডিয়োগ্রাফিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ইসিজি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা  পাশ অথবা ইসিজি টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর অডিয়োলজিতে ২ বছরের ডিপ্লোমা  পাশ অথবা অডিয়োলজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা  পাশ অথবা ফার্মাসিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা  পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটবি টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর পালমোনারি ফাংশন টেস্ট টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা  পাশ অথবা পালমোনারি ফাংশন টেস্ট টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর অপ্ঢোমেট্রিতে ২ বছরের ডিপ্লোমা  পাশ অথবা অপ্ঢোমেট্রিতে  গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা  পাশ অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর ফ্লেবোটমিতে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ অথবা এএনএম / জিএনএম / বি.এসসি নার্সিং পাশ সঙ্গে  নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ডেন্টাল অ্যাসিস্ট্যান্স-এ ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ অথবা ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্সে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা বি.এসসি পাশের পর ডেন্টাল ওটি বা কোনো হাসপাতালের ডেন্টাল বিভাগে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং / জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ডায়ালিসিস টেকনিশিয়ান বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 আবেদন: দরখাস্ত করতে হবে www.sailcareers.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷  যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের মূল কপিসহ স্বপ্রত্যয়িত প্রতিলিপি সঙ্গে নিয়ে ইন্টারভুিয়ের দিন সকাল ৯ টার মধ্যে উপস্থিত হতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://sailcareers.com/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩/ ৯ /২০২৫)

Share it :

Leave a Reply