Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

39 SCIENTIST / ENGINEER IN ISRO

Advt No. ISRO:ICRB:03(CEPO):2025

Online applications are invited for filling up the following posts in Indian Space Research Organisation.

Post: Scientist/Engineer ‘SC’

Total vacancy: 39.

Eligibility: BE/ B.Tech or equivalent in relevant discipline with 65% marks or CGPA 6.84/10.

Age-limit: within 28 years (as on 14/07/2025).

Pay Scale: as per pay level 10.

Last Date of Online Application: 14th July, 2025.

…………………………………………..

ইসরো-তে ৩৯ সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার

কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীনস্থ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদে ৩৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৪ জুলাই, ২০২৫  অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ পে লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ জুলাই, ২০২৫-এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (১) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ (সিভিল) (পোস্ট নংBE004): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেড-সহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷

(২) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ (ইলেকট্রিক্যাল) (পোস্ট নংBE005): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেড-সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷

(৩) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) (পোস্ট নংBE006): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেড-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / সমতুল পাশ হতে হবে এবং যে কোনো একটি সেমিস্টারে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা সমগোত্রীয় বিষয় পড়ে থাকতে হবে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ৩, ওবিসি ২)৷

(৪) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ (আর্কিটেকচার) (পোস্ট নংBE007): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেড-সহ আর্কিটেকচার বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও কাউন্সিল অফ আর্কিটেকচার-এ নাম নথিভুক্ত থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৫) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ (সিভিল) – অটোনমাস বডি[পিআরএ] (পোস্ট নংBE004A):  কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেড-সহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.isro.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ লিখিত পরীক্ষায় অবতীর্ণ হবার পর এর মধ্যে ৫০০ টাকা ও তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের বেলায় পুরো ৭৫০ টাকা রিফান্ড করে দেওয়া হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.isro.gov.in/CurrentOpportunities.html

Official Notification: Click Here

Share it :

Leave a Reply