Intelligence Bureau invites application for the following post.
Post: Junior Intelligence Officer Grade-II/Technical
Total Vacancy: 394 (UR: 157, SC: 60, ST: 28, OBC: 117, EWS: 32).
Eligibility: Diploma in Engineering / B.Sc. / BCA
Age Limit: 18 to 27 years (as on 14/09/2025).
Application Fee: Rs. 650 for Male UR / EWS / OBC candidates and Rs. 550 for other candidates.
Last Date of Online Application: 14th September, 2025.
……………………………………………………………….
ইন্টেলিজেন্স ব্যুরোতে ৩৯৪ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড-II / টেকনিক্যাল পদে ৩৯৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার অ্যাপ্লিকেশন শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ অথবা ইলেকট্রনিক্স / কম্পিউটার সায়েন্স / ফিজিক্স / ম্যাথেমেটিক্স বিষয়-সহ বিএসসি পাশ বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১৪ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে www.mha.gov.in বা www.ncs.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ পুরুষ জেনারেল প্রার্থী, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের অনলাইনে / অফলাইনে দরখাস্ত ফি ৬৫০ টাকা জমা দিতে হবে৷ অন্যান্য প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি ৫৫০ টাকা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত দু’টি ওয়েবসাইট৷
Official Website: www.mha.gov.in , www.ncs.gov.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭ /৮ /২০২৫)।