Advt. No.- R/R/Staff Nurse, Gd-II/12/2021
WBHRB invites online application to fill up the 3974 vacancis of GNM Nurses.
Post : GNM Nurse
Vacancy : 3974 (Female 3577, Male 397)
Eligibility : GNM Pass.
AGE : 20 to 39 years as on 01/01/2021.
Salary : 29,800/- along with allowances.
Last Date of Online application :18th November, 2021 till 1 pm.
…………………………………………………………..
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যে স্টাফ নার্স পদে ৩৯৭৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷
শিক্ষাগত যোগ্যতা : জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বাংলা/নেপালি ভাষায় লিখতে ও বলতে জানতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২০ থেক ৩৯ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮২ থেকে ১, জানুয়ারি, ২০০১-এর মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, ত:জা:/ত:উ:জা:/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: জিএনএম মহিলা – ৩৫৭৭ (জেনা: ১১০৮, ত:জা: ১২৫৫, ত:উ:জা: ৩৬৩, ওবিসি-এ ৬৬৮, ওবিসি-বি ১৭০, শারীরিক প্রতিবন্ধী ১৩)৷ জিএনএম পুরুষ – ৩৯৭ (জেনা: ১২৪, ত:জা: ১৪০, ত:উ:জা: ৪০, ওবিসি-এ ৭৪, ওবিসি-বি ১৮)৷
বেতনক্রম : ২৯,৮০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ নভেম্বর, ২০২১ দুপুর ১টার মধ্যেwww.wbhrb.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২১০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৭৫ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Website : http://www.wbhrb.in
Get Details : https://www.wbhrb.in/uploads/ads/ad_618154e957abe.pdf