Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

4 COMMUNITY HEALTH ASSISTANT IN JHARGRAM DISTRICT / ঝাড়গ্রাম জেলায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

Memo. No. : DH&FWS/JGM/2022/1337

District Health & Family Welfare Samity, Jhargram invites applications from female candidates for the following post.

Post: ANM (Community Health Assistant – Urban).

Total vacancy: 4 (UR: 2, SC: 1, ST: 1).

Eligibility:  ANM / GNM passed. Should be proficient in Bengali and Must be a permanent resident of the Jhargram District.

Age:  21 to 40 years (as on 01/01/2022).

Salary:  13,000/-.

Last Date of Submit Application :  5th August, 2022 till 5 pm.

……………………………………….

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, ঝাড়গ্রাম ৪ জন ‘এএনএম (কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আরবান) নিয়োগ করবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে ৫ আগস্ট, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: এএনএম / জিএনএম পাশ এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও বাংলা ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) ভিত্তিতে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে৷ অনলাইনে দরখাস্ত করলে ৩ আগস্ট, ২০২২ এর মধ্যে www.wbhealth.gov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে হবে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷  নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ডিমান্ড ড্রাফট একটি মুখবন্ধ করা খামে ভরে ৫ আগস্ট, ২০২২ বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে৷ অফলাইনে দরখাস্ত করার জন্য উল্লিখিত ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করে হাতে লিখে পূরণ করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের জন্য ৫০ টাকা) ডিমান্ড ড্রাফট / ব্যাঙ্কার্স চেকের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট / ব্যাঙ্কার্স চেক হবে‘District Health & Family Welfare Samity, Jhargram (payable at Jhargram)’ – এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে বা রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে-To The Office of the CMOH, Jhargram, PO – Raghunathpur (Jhargram District Hospital Complex), Jhargram, PIN – 721507৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.wbhealth.gov.in/pages/career

Get details: Click Here

Share it :