Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

4 JUNIOR OFFICERS IN BALMER LAWRIE & CO. LTD / কেন্দ্রীয় সংস্থায় ৪ জুনিয়র অফিসার

Ref. No.: BL/CHRD/RECT/O1/2021-22/2

Balmer Lawrie & Co. Ltd, a Mini Ratna I Public Sector Company under the Ministry of Petroleum & Natural Gas, is inviting application to recruit Junior Officers in Kolkata, Mumbai, Silvassa, Bhubaneswar.

Post:  Junior Officer

Total Vacancy: 4

Junior Officer (Industrial Sales) – 1

Junior Officer (Plant Operations) – 1

Junior Officer (Marketing) – 1

Junior Officer (Operations) – FF – 1

Eligibility: Junior Officer (Industrial Sales) & Junior Officer (Operations) – FF – Graduate

Junior Officer (Marketing) – Diploma in Leather Technology

Junior Officer (Plant Operations) – Diploma (UG- Engineering)

Age limit: 18 to 25 years as on 12th November, 2021

Pay scale: Rs. 21750 – 65000

Application fee: Rs. 300 + Bank Charges (SC/ST/PwD candidates are exempted)

Last Date of Online Application: 12th November, 2021

…………………………………………..

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটিডে জুনিয়র অফিসার পদে ৪ জন নিয়োগ করা হবে৷ নিয়োগ হবে কলকাতা, ভুবনেশ্বর, সিলভাসা ও মুম্বাই-তে৷ বয়স হতে হবে ১২ নভেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম : ২১,৭৫০ টাকা থেকে ৬৫,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র অফিসার (ইন্ডাস্ট্রিয়াল সেলস) : যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ মার্কেটিং / সেলস / লজিস্টিক্স / সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বিষয়ে পিজি ডিপ্লোমা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১৷ নিয়োগ হবে সিলভাসা-তে৷

(২) জুনিয়র অফিসার (প্ল্যান্ট অপারেশনস) : সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ মেকানিক্যাল / রেফ্রিজারেশন বিষয়ে ডিপ্লোমা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১৷ নিয়োগ হবে ভুবনেশ্বরে৷

(৩) জুনিয়র অফিসার (মার্কেটিং) : লেদার টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১৷ নিয়োগ হবে কলকাতায়৷

(৪) জুনিয়র অফিসার (অপারেশনস)-এফএফ : যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ জি / এইচ কার্ড-সহ সিএইচএ  অ্যাপ্রেন্টিসশিপের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১৷ নিয়োগ হবে মুম্বাই-তে৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.balmerlawrie.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি, সই, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক ও উচ্চমাধমিকের মার্কশিট ও পাশ সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন / ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মার্কশিট ও পাশ সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ লিখিত পরীক্ষার জন্য প্রার্থীকে দুটি পরীক্ষা কেন্দ্র নির্বাচিত করতে হবে৷ পরীক্ষাকেন্দ্রগুলি  হল – কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ৷ দরখাস্ত ফি ৩০০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর তার দুই কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে৷ অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট কপি ও আপলোড করা যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায় – Balmer Lawrie Recruitment, D-139 Okhla Industrial Area, Phase 1, New Delhi – 110020৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.balmerlawrie.com

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/BALMER-junior_office_web_ad_18102021.pdf

Share it :