Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

4 PHYSIOTHERAPIST IN WEST BENGAL / ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রামে ৪ ফিজিয়োথেরাপিস্ট

Advt. No. SHFWS/2022/244

Online applications are invited for the following posts in National Leprosy Eradication Programme.

Post: Physiotherapist.

Total vacancy: 4 (SC: 1, ST: 1, OBC-B 1, PWD: 1)

Eligibility: Degree or Diploma passed in Physiotherapy with 3 years post qualification experience.

Age limit: 21 to 40 years (as on 01/01/2022).

Salary:  25,000/-.

Last Date of Online Application: 21st February, 2022.

………………………………………………………………………………………..

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রামের অধীন ‘ফিজিয়োথেরাপিস্ট’ পদে ৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে ২১ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ফিজিয়োথেরাপিতে ডিগ্রি / ডিপ্লোমা পাশের পর লেপ্রসি অ্যাক্টিভিটিতে  ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ ১৬ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে নিতে হবে৷  দরখাস্তের ফি ৫০ টাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে অনলাইনে জমা দিতে হবে৷  ফি জমা দেবার পর নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সম্পূর্ণ দরখাস্ত ২১ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (২০ নম্বর), কাজের অভিজ্ঞতা (১০ নম্বর), কম্পিউটার টেস্ট (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷  অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.wbhealth.gov.in/pages/career

Get detailsClick Here

Share it :