Memo. No.- BMC/HCP-Engg./2585
Burdwan Medical College & Hospital is inviting applications for recruitment to the posts of Staff Nurse & Laboratory Technician on contractual basis.
Post: Staff Nurse, Laboratory Technician
Total Vacancy: 4 (Staff Nurse- 2, Laboratory Technician-2)
Eligibility: Staff Nurse- GNM Training Course (INC/WBNC), Laboratory Technician- HS (with Physics, Chemistry & Biology), DMLT / DLT / BMLT.
Age limit: Staff Nurse- 21 to 40 years, Laboratory Technician- 19 to 40 years.
Pay Scale: Staff Nurse- Rs. 25,000, Laboratory Technician- Rs. 22,000.
Interview Date: 16th November at 10:30am
……………………………………….
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে চুক্তির ভিত্তিতে স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৪ জন নিয়োগ করা হবে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) স্টাফ নার্স : ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ট্রেনিং কোর্স পাশ হতে হবে৷ প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে অবশ্যই নথিভুক্ত হয়ে থাকতে হবে৷ থ্যালাসেমিয়া রোগী ও তাদের পরিবারের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেব ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৷ বেতন : ২৫,০০০ টাকা৷
(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান : ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে রাজ্য সরকার দ্বারা স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি / স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি / রাজ্য সরকার দ্বারা স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পাশ হতে হবে৷ সেল কাউন্টার ও এইচপিএলসি মেশিনে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেব ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৷ বেতন : ২২,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : www.wbhealth.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুসারে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে বাসস্থানের প্রমাণপত্র (পাসপোর্ট / ভোটার আইডি কার্ড / আধার কার্ড / রেশন কার্ড ইত্যাদি) ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের অরিজিন্যাল ও স্বপ্রত্যয়িত প্রতিলিপি নিয়ে ১৬ নভেম্বর, ২০২১ সকাল সাড়ে ১০টায় নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং-এ (অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান) ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.wbhealth.gov.in
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/Burdwan-Medical-College-4.pdf