Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

4 TRANSLATORS IN CALCUTTA HIGH COURT

Advertisement No. 4081-RG

The High Court of Calcutta invites applications for the following post.

Post: Translator.

Total Vacancy: 4.

Eligibility: Law Graduate with minimum 50% marks.

Age limit: 25 to 65 year (as on 13/06/2025).

Salary:  Rs. 50000/-.

Application Fee: Rs. 600/-.

Last Date of Receipt of Application: 30th June, 2025 till 4:45 pm.

…………………………..

কলকাতা হাইকোর্টে ট্রান্সলেটর

কলকাতা হাইকোর্ট চুক্তির ভিত্তিতে ৪ জন ট্রান্সলেটর নিয়োগ করবে৷  দরখাস্ত পাঠাতে হবে ৩০ জুন, ২০২৫ বিকেল ৪টা ৪৫ মিনিটের মধ্যে৷

শিক্ষাগত  যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ আইন বিষয়ে গ্র্যাজুয়েট (এলএলবি) হতে হবে৷ প্রার্থীদের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১৩ জুন, ২০২৫ অনুযায়ী ২৫ বছর থেকে ৬৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷

আবেদন : দরখাস্ত করতে হবে একটি লিগ্যাল সাইজের সাদা 8.5” X 14”)কাগজের একদিকে পরিষ্কার হরফে হাতে লিখে বা টাইপ করে নির্দিষ্ট বয়ানে ৷ দরখাস্তের ফি ৬০০ টাকা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা করতে হবে৷ নথিপত্র-সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে বা ডাকযোগে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Joint Registrar (General Administration), General & Establishment Section, Appellate Side, Main Building,High Court at Calcutta, 3, Esplanade Row (West), Kolkata-700 001৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট www.calcuttahighcourt.gov.in৷

Official Website: https://calcuttahighcourt.gov.in/Notices/recruiment-notice

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৮ /৬ /২০২৫)

Share it :

Leave a Reply