Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

40 APPRENTICES IN DRDO-ASL / ডিআরডিও-তে ৪০ অ্যাপ্রেন্টিস  

Advt. No. ASL/23/2020/3322/0R/1

Defence Research and Development Organisation (DRDO) – Advanced Systems Laboratory (ASL) has invited applications for recruitment to the post of Apprentice.

Post: Graduate Apprentice, Technician (Diploma) Apprentice

Total vacancy: 40

Graduate Apprentice – 30 Posts

Technician (Diploma) Apprentice – 10 Posts

Eligibility: Candidate should have passed BE/B.Tech/Diploma/ITI Certificate in the concerned subject in 2018, 2019, 2020.

Training Period: 12 Months

Stipend: Graduate Apprentice – Rs. 9000, Technician (Diploma) Apprentice – Rs. 8000

Last date of receipt of offline application: 31 October 2021

……………………………..

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) অধীনস্থ অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরিতে (হায়দ্রাবাদ) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদে ৪০ জন নিয়োগ করা হবে৷ ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে বিই / বিটেক / ডিপ্লোমা / আইটিআই পাশ করা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ অক্টোবর ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং – ৩, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং- ৩, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং – ৫, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ১৬, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং – ২, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – ১৷

(২) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ৪, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং- ২,  ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং – ২, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং – ১, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – ১৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ১২ মাসের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি : প্রার্থীদের http://www.mhrdnats.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে৷ এরপর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি, ই-মেল আইডি ও মোবাইল নম্বর-সহ সম্পূর্ণ জীবনপঞ্জির প্রিন্ট কপি এবং মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), আধার আইডি, রেজিস্ট্রেশনের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “Application for Apprenticeship Training-2021 Graduate/Diploma” লিখে পাঠাতে হবে এই ঠিকানায় -To The Director, Advanced Systems Laboratory, DRDO, P.O. Kanchanbagh, Hyderabad – 500058৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা / লিখিত পরীক্ষা / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷  

Official Website: https://www.drdo.gov.in

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/DRDO-ASL-Apprentice-Notification.pdf

Share it :