Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

40 JR. ASSISTANTS IN IIT KHARAGPUR / আইআইটি খড়গপুরে ৪০ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

Advt. No. R/05/2022

IIT Kharagpur invites applications for recruitment to following post.

Post: Junior Assistant

Total Vacancy: 40

Eligibility: Bachelor’s Degree, Computer knowledge, Typing proficiency

Age Limit: 18 to 25 years

Application Fee: Rs. 250 (SC/ST/PWD/Women candidates are exempted).

Last Date of Online Application: 16.03.2022.

…………………………………………………………………………………..

আইআইটি খড়গপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৪০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ মার্চ, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: ৩ বছরের ব্যচেলরস ডিগ্রি, এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল সহ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান ও কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার গতি থাকা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪০ (জেনাঃ ২৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর ২, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.iitkgp.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷  এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ২৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা/ট্রেড টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.iitkgp.ac.in

Official Notification: Click Here

Apply Online:Click Here

Share it :