Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

40 STAFFS IN AHMEDNAGAR CANTONMENT BOARD / আহমেদনগর ক্যান্টনমেন্ট বোর্ডে ৪০

Advertisement No. ANR/Vacancy/2022-23

The Ahmednagar Cantonment Board invites applications for the following posts.

Post: Residential Obstetrics & Gynaecologist, Lady Medical Officer,   Nurse (GNM), Assistant Teacher, Junior Clerk, Mason, Plumber, Mali, Peon, Chowkidar, Ward Boy, Mazdoor, Safai-Karmachari.

Total vacancy: 40. Residential Obstetrics & Gynaecologist: 1, Lady Medical Officer: 1,  Nurse (GNM): 1, Assistant Teacher: 1,  Junior Clerk: 1, Mason: 1, Plumber: 1, Mali: 3, Peon: 1, Chowkidar: 1, Ward Boy: 1, Mazdoor: 4, Safai-Karmachari: 23.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date for Submit Application: 3rd January, 2023 till 5 pm

…………………………………..

আহমেদনগর ক্যান্টনমেন্ট বোর্ড সাফাই কর্মচারী, মজদুর, মালি, ম্যাসন, প্লাম্বার, পিওন, চৌকিদার, ওয়ার্ড বয়, নার্স (জিএনএম), অ্যাসিস্ট্যান্ট টিচার, জুনিয়র ক্লার্ক, রেসিডেন্সিয়াল ওবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজিস্ট, লেডি মেডিক্যাল অফিসার পদে ৪০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩ জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সাফাই কর্মচারী: সপ্তম শ্রেণি  পাশ হতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷   শূন্যপদ: ২৩ (জেনাঃ ১২, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

(২) মজদুর: সপ্তম শ্রেণি হতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

(৩) মালি: দশম শ্রেণি পাশ সঙ্গে গার্ডেনারের (মালি) ১ বছরের সার্টিফিকেট কোর্সপাশ হতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(৪) ম্যাসন: দশম শ্রেণি পাশের পর ম্যাসনারি ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৫) প্লাম্বার: দশম শ্রেণি পাশের পর প্লাম্বিং ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৬) পিওন: দশম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

(৭) চৌকিদার: দশম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

(৮) ওয়ার্ড বয়: দশম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

(৯) নার্স (জিএনএম): জিএনএম / বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১০) অ্যাসিস্ট্যান্ট টিচার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ২ বছরের ডি.এল.এড বা ৪ বছরের বি.এল.এড বা  ২ বছরের ডি.এড (স্পেশাল এডুকেশন) পাশ হতে হবে অথবা ৪৫ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর টেকনিক্যাল এডুকেশনে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ৫০ শতাংশ নম্বরসহ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / টেট পাশ করা আবশ্যক৷ এমএসসিআইটি সার্টিফিকেট থাকতে হবে৷ ডি.এড (স্পেশাল এডুকেশন) বা বি.এড পাশ প্রার্থীদের চাকরিতে যোগদানের ২ বছরের মধ্যে এলিমেন্টারি এডুকেশনে ৬ মাসের ব্রিজ কোর্স করে থাকতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা  থেকে ৯২,৩০০ টাকা৷

(১১) জুনিয়র ক্লার্ক: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই একটি সরকারি কমার্শিয়াল সার্টিফিকেট বা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ বা মারাঠি / হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ চাকরিতে যোগদানের ৬ মাসের মধ্যে এমএসসিআইটি সার্টিফিকেট জমা দিতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(১২) রেসিডেন্সিয়াল ওবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজিস্ট: এমবিবিএস পাশ ও ওবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিল / সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন থেকে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

(১৩) লেডি মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে৷ মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিল / সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন থেকে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর,  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ (ওবিসি ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ ১৫ বছর) বছর বয়সের ছাড় পাবেন)

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://ahmednagar.cantt.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / প্রাক্তন সমরকর্মী / শারীরিক প্রতিবন্ধাী / মহিলা / রূপান্তরকামী প্রার্থীদের বেলায় ৩৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Chief Executive Officer, Ahmednagar Cantonment Board (payable at Ahmednagar)’-এর অনুকূলে৷ যথাযথভবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে), ইডব্লুএস সার্টিফিকেট (যদি থাকে), পিছনে নাম লেখা ২ কপি অতিরিক্ত পাসপোর্ট মাপের ছবি, নিজের নাম ঠিকানা লেখা ও ১০ টাকার ডাকটিকিট লাগানো ৫ ইঞ্চি x ১১ ইঞ্জি মাপের দুটি খাম৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Office of the Ahmednagar Cantonment Board, AMX Chowk, Camp, Bhingar, Ahmednagar – 414002৷ খামের উপর লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF ______ in category _____(UR,SC, ST, OBC, EWS)৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://ahmednagar.cantt.gov.in/recruitment/

Get detailsClick Here

 

Share it :