Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

40 TRADESMAN B IN ECIL / ইসিআইএল-এ ৪০ ট্রেডসম্যান বি

Advt. No. 11/2022

Electronics Corporation of India Limited invites online applications for the following post.

Post: Tradesman B.

Total vacancy: 40.

Eligibility:  Matriculation or equivalents with ITI pass in relevant trade. Candidates must have NAC or one year experience in relevant trade.

Age:  within 28 years (as on 25/06/2022).

Pay Scale:   20,480/- and other allowances.

Last Date of Online Application :  25th June, 2022 till 2 pm.

………………………….

কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীনস্থ সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ৪০ জন ‘ট্রেডসম্যান-বি’ নিয়োগ করবে৷  দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ জুন, ২০২২ দুপুর ২টোর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ ও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসসার্টিফিকেট থাকতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷

বয়স: ২৫ জুন, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷

শূন্যপদ: ৪০৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : ইলেকট্রনিক মেকানিক / আর অ্যান্ড টিভি – ১১, ফিটার – ১২, ইলেকট্রিশিয়ান – ৩, মেশিনিস্ট – ৪, টার্নার – ১০৷

বেতনক্রম: ২০,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://careers.ecil.co.in বা www.ecil.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://www.ecil.co.in/jobs.html

Get details: Click Here

 

Share it :