Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

400 APPRENTICES IN  SAIL / স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় ৪০০ অ্যাপ্রেন্টিস

Steel Authority of India is inviting applications for the following posts in Rourkela Steel Plant.

Post: Trade Apprentices, Technician Apprentices, Graduate Apprentices.

Total vacancy: 400

Eligibility: ITI/Diploma/ Degree in relevant trade/Engineering discipline.

Training Period:  1 year

Last date of Online Application: 30/09/2022

…………………………….

রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে ৪০০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) ট্রেড অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৭২৷ (১) অ্যাটেনডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট): ৬,  (২) কোপা: ২, (৩) ডিজেল মেকানিক: ৬, (৪) ইলেকট্রিশিয়ান: ৫৩, (৫) ইলেকট্রনিক্স মেকানিক: ৫, (৬) ফিটার: ৪৭, (৭) ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৬, (৮) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট): ৩, (৯) মেশিনিস্ট: ১২, (১০) মেকানিক মোটর ভেহিকেল: ৪, (১১) মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি: ৪, (১২) টার্নার: ১২, (১৩) ওয়েল্ডার: ১২৷

(খ) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৬৪৷ (১) সেরামিক টেকনোলজি: ৪, (২) কেমিক্যাল: ১২, (৩) সিভিল: ১২, (৪) কম্পিউটার সায়েন্স: ৬, (৫) ইলেকট্রিক্যাল: ৪৮, (৬) মেকানিক্যাল: ৪৮, (৭) মেটালার্জি / মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়াল সায়েন্স: ১৮, (৮) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন: ১২, (৯) ইনফরমেশন টেকনোলজি: ৪৷

(গ) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬৪৷ (১) সেরামিক টেকনোলজি: ৩, (২) কেমিক্যাল: ৬, (৩) সিভিল: ৬, (৪) কম্পিউটার সায়েন্স: ২, (৫) ইইই: ৬, (৬) ইলেকট্রিক্যাল: ১২, (৭) মেকানিক্যাল: ১৮, (৮) মেটালার্জি / মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়াল সায়েন্স: ৭, (৯) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন: ৪৷

ট্টেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ট্রেনিং পিরিয়ড হবে ১ বছরের৷ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের বেলায https://apprenticeshipindia.org ওয়েবসাইটে ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের বেলায় https://portal.mhrdnats.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ওড়িশার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.sail.co.in

Official Notification: Click Here

Share it :