Bank of Baroda invites online applications from eligible candidates for the following posts.
Post: Apprentice
Total Vacancy: 4000
Eligibility: Graduation
Age limit: 20 to 28 year as on 1/2/2025
Stipend: Rs. 12000 – Rs. 15000
Last Date of Online Application: 11/3/2025
ব্যাঙ্ক অফ বরোদায় ৪০০০ অ্যাপ্রেন্টিস
ব্যাঙ্ক অফ বরোদা পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে ৪০০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ মার্চ, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ১ ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী শেষ ৪ বছরের মধ্যে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা, লেখা ও পড়া জানতে হবে।
বয়স: ১ ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে৷
শূন্যপদ: মোট- ৪০০০৷
ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
স্টাইপেন্ড: প্রতি মাসে ১২০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.nats.education.gov.in ও https://www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে। অনলাইনে দরখাস্ত ফি ৮০০ টাকা জমা দিতে হবে৷ মহিলা ও তপশিলি সম্প্রদায়ের বেলায় ৬০০ টাকা এবং শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৪০০ টাকা দরখাস্ত ফি দিতে হবে৷ সবক্ষেত্রেই জিএসটি অতিরিক্ত।
Official Website: www.bankofbaroda.in
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট www.bankofbaroda.in ও ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৬/২/২০২৫)।