Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

405 MINING SIRDARS & SURVEYOR IN NORTHERN COALFIELDS / নর্দার্ন কোলফিল্ডসে ৪০৫ মাইনিং সিরদার ও সার্ভেয়র

Northern Coalfields Limited is inviting applications for the recruitment to the following posts.

Posts: Mining Sirdar in T&S Gr. C, Surveyor (Mining) T&S Gr. B.

Total Vacancy: 405

Mining Sirdar in T & S Grade C – 374

Surveyor (Mining) in T & S Grade B – 31

Eligibility: Mining Sirdar in T & S Grade C – Matriculate or equivalent Examination from any recognized Board of Examination. Valid Mining Sirdar certificate of competency issued by DGMS under Coal Mines Regulation 2017 or any other certificate in Mining that entitle the applicant to work as Mining Sirdar as per Coal Mines Regulation 2017. Valid Gas Testing Certificate. Valid First Aid Certificate. OR OR Matriculate or equivalent Examination from any recognized Board of Examination. Degree or Diploma in Mining Engineering from any recognized Institute. Valid Overman’s certificate of competency issued by DGMS under Coal Mines Regulation 2017 or any other certificate in Mining that entitles the applicant to work as Mining Sirdar as per Coal Mines Regulation 2017. Valid Gas Testing Certificate. Valid First Aid Certificate.

Surveyor (Mining) in T & S Grade B  – Matriculate or equivalent Examination from any recognized Board of Examination. Surveyors Certificate of Competency (SCC) granted under CMR’2017 or any other certificate in 2017 mining which entitles the applicant to work as a Surveyor in mines as per Coal Mines Regulation OR Degree or Diploma in Mining/ Mine Surveying Engineering from any recognized Institute. Surveyors’ Certificate of Competency (SCC) granted under CMR’2017 or any other certificate in mining that entitles the applicant to work as a Surveyor in mines as per Coal Mines Regulation 2017.

Age limit: 18 to 30 years as on 11th October, 2021

Pay scale: Mining Sirdar in T & S Grade C- Rs. 31852.56, Surveyor (Mining) in T & S Grade B- Rs. 34391.65

Application Fee (with GST): Rs. 1180 (SC/ST/PwBD/ESM candidates are exempted).

Last date of Online Application: 22/12/2022

………………………………

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড মাইনিং সিরদার টি অ্যান্ড এস গ্রেড-সি সার্ভেয়র (মাইনিং) টি অ্যান্ড এস গ্রেড-বি পদে ৪০৫ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২২ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর ও ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ ডিসেম্বর, ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) মাইনিং সিরদার টি অ্যান্ড এস গ্রেড-সি: মাধ্যমিক পাশ হতে হবে ও ডিজিএমএস অনুমোদিত বৈধ মাইনিং সিরদার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে, সঙ্গে বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট ও বৈধ ফার্স্ট-এইড সার্টিফিকেট থাকতে হবে অথবা মাধ্যমিক পাশ ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা/ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে ডিজিএমএস অনুমোদিত বৈধ ওভারম্যানস সার্টিফিকেট, বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট ও বৈধ ফার্র্স্ট-এইড সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ৩৭৪  (জেনাঃ ১৪৯, তঃজাঃ ৫৫, তঃউঃজাঃ ৭৯, ওবিসি-এনসিএল ৫৫, আর্থিকভাবে অনগ্রসর ৩৬)৷ বেতন: ৩১,৮৫২.৫৬ টাকা৷

(২) সার্ভেয়র (মাইনিং) টি অ্যান্ড এস গ্রেড-বি: মাধ্যমিক পাশ ও কোল মাইনস রেগুলেশন (২০১৭) অনুমোদিত বৈধ সার্ভেযর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে বা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং বিষয়ে ডিপ্লোমা ও কোল মাইনস রেগুলেশন (২০১৭) অনুমোদিত বৈধ সার্ভেয়র সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে৷ শূন্যপদ: ৩১  (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতন: ৩৪,৩৯১.৬৫ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে www.nclcil.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ১১৮০ টাকা (জিএসটি সহ) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট ছবি, সই ও যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র নিদের্শানুসারে স্ক্যান করে আপলোড করতে হবে৷ পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের  এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ৯০ মিনিটে ১০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ জেনারেল ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় কাট-অফ মার্কস ৫০ ও অন্যান্য প্রার্থীদের বেলায় কাট-অফ মার্কস ৪০ হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitewww.nclcil.in

Official NotificationClick Here

Share it :