Advt. No. ACEM/HRD/APPRENTICESHIP/2024-25
Advanced Centre for Energetic Materials (under DRDO) invites online applications from eligible candidates for the following posts.
Post: Graduate Apprentice, Technician Apprentice (Diploma).
Total Vacancy: 41
Eligibility: Diploma, Degree (post wise different).
Stipend: post wise different.
Last Date of Receipt of Application: 30/4/2024
কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থায় ৪১ অ্যাপ্রেন্টিস
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগী সংস্থা অ্যাডভান্স সেন্টার ফর এনার্জিটিক মেটিরিয়ালস, নাসিক গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ৪১ জন নিয়োগ করবে৷ ২০২২/২০২৩ শালে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। দরখাস্ত পাঠাতে হবে ৩০ এপ্রিল, ২০২৪-এর মধ্যে৷
যোগ্যতা: গ্র্যাজুয়েট / ডিপ্লোমা পাশ।
শূন্যপদ: ৪১।
স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস – প্রতি মাসে ১২,০০০ টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা) – প্রতি মাসে ১০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার পূর্বে প্রথমে https://nats.education.gov.in ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে নাম নথিভুক্ত করার পর প্রার্থীদের www.drdo.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী দরখাস্ত টাইপ করতে হবে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত ও সমস্ত জরুরী প্রতিলিপি একত্রে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে মেল করতে হবে এই আইডি-তে – apprentice.acem@gov.in। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.drdo.gov.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭/৪/২০২৪)৷