Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

4135 PO/MT IN NATIONAL BANKS THROUGH IBPS / ১১ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৪১৩৫ অফিসার

Recruitment of probationeryofficer / management trainees in paricipating banks (CRP PO/MT-XI for 2022-23).

Online applications are invited for the post of PO/MT through IBPS.

Post: PO/MT.

Total vacancy: 4135.

Eligibility: Graduate.

Age limit: 20 to 30 years as on 01/10/2021.

Salary:

Last Date of Online Application: 11 November, 2021

…………………………………………….

সারা ভারতের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৪,১৩৫ জন ছেলেমেয়েকেআইবিপিএস-এর একাদশ পর্র্যয়ের কমন রিক্রুটমেন্ট প্রসেস-এর(CRP PO/MT-XI for vacancies of 2022-23) মাধ্যমে নেওয়া হবে৷ দরখাস্ত গ্রহণ, অনলাইন পরীক্ষা থেকে প্রার্থী বাছাই করা পর্যন্ত যাবতীয় পরীক্ষা নেবে ‘ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন’ IBPS)৷ আইবিপিএস আয়োজিত পরীক্ষায় সফল হলে নিয়োগ করা হবে এই ১১ টি ব্যাঙ্কে-(১) ব্যাঙ্ক অফ বরোদা, (২) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, (৩) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, (৪) কানাড়া ব্যাঙ্ক, (৫) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, (৬) ইন্ডিয়ান ব্যাঙ্ক, (৭) ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, (৮) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, (৯) পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, (১০) ইউকো ব্যাঙ্ক, (১১) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷  শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন৷বয়স হতে হবে১ অক্টোবর ২০২১-এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ২ অক্টোবর ১৯৯১ থেকে ১ অক্টোবর ২০০১-এর মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পাবেন৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে ৪ ও ১১ ডিসেম্বর, ২০২১৷অবজেক্টিভ টাইপের প্রিলিমিনারি পরীক্ষায় ১০০টি প্রশ্নের ১০০ নম্বরের ১ ঘণ্টার পরীক্ষায় প্রশ্ন হবে এই সব বিষয়ে – (১) ইংলিশ ল্যাঙ্গুয়েজ৩০ নম্বর, (২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ৩৫ নম্বর, (৩) রিজনিং এবিলিটি ৩৫ নম্বর৷ উল্লেখিত তিনটি বিষয়ের প্রতিটিতে কাট অফ মার্কস থাকবে৷ অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে অনলাইন মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন৷ মেন পরীক্ষা হবে ২০২২ সালের জানুয়ারি মাস নাগাদ৷ এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের ২০০ নম্বরের ১৫৫টি প্রশ্ন হবে এই সব বিষয়ে-(১) রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড-৬০নম্বরের ৪৫টি প্রশ্ন, সময় থাকবে ৬০ মিনিট৷(২) ইংলিশ ল্যাঙ্গুয়েজ-৪০ নম্বরের ৩৫টি প্রশ্ন, সময় থাকবে ৪০ মিনিট৷(৩) ডেটা অ্যানালেসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন- ৬০ নম্বরের ৩৫ টি প্রশ্ন, সময় থাকবে ৪৫ মিনিট৷(৪) জেনারেল / ইকোনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস-৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, সময় থাকবে ৩৫ মিনিট৷ এছাড়া চিঠি ও প্রবন্ধ লেখায় ২৫ নম্বর, সময় থাকবে ৩০ মিনিট৷ কম্পিউটারে টাইপ করে উত্তর দিতে হবে৷ প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে৷ প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বরের থেকে ০.২৫ নম্বর কাটা হবে৷ মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে ১০০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ইন্টারভিউ ২০২২ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ হতে পারে৷ মেন পরীক্ষায় পাওয়া নম্বর ও ইন্টারভিউতে পাওয়া নম্বর মিলিয়ে মেধা অনুযায়ী ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে৷

ব্যাঙ্ক অনুযায়ী শূন্যপদ: (১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৫৮৮ (জেনাঃ ২৪০, তঃজাঃ ৮৮, তঃউঃজাঃ ৪৪, ওবিসি ১৫৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫৮)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৪টি পদ সংরক্ষিত৷ (২) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র : ৪০০ (জেনাঃ ১৬২, তঃজাঃ ৬০, তঃ:উঃজাঃ ৩০, ওবিসি ১০৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪০)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১২টি পদ সংরক্ষিত৷ (৩) কানাড়া ব্যাঙ্ক : ৬৫০ (জেনাঃ ২৬৫, তঃজাঃ ৯৭, তঃ:উঃজাঃ ৪৮, ওবিসি ১৭৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬৫)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৬টি পদ সংরক্ষিত৷ (৪) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৬২০ (জেনাঃ ৫৩, তঃজাঃ ১৯৩, তঃউঃজাঃ ২০৪, ওবিসি ২৫৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৩)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৮টি পদ সংরক্ষিত৷ (৫) ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক : ৯৮ (জেনাঃ ৪১, তঃজাঃ ১৪, তঃ:উঃজাঃ ৭, ওবিসি ২৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷ (৬) পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক : ৪২৭ (জেনাঃ ১৬৯, তঃজাঃ ৬৭, তঃ:উঃজাঃ ৩৭, ওবিসি ১১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪২)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৩টি পদ সংরক্ষিত৷ (৭) ইউকো ব্যাঙ্ক : ৪৪০ (জেনাঃ ১৭৯, তঃজাঃ ৬৬, তঃউঃজাঃ ৩৩, ওবিসি ১১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪৪)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৯টি পদ সংরক্ষিত৷ (৮) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৯১২ (জেনাঃ ৪৯১, তঃজাঃ ৯৪, তঃউঃজাঃ ৪৭, ওবিসি ১৪৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৩২)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৯০টি পদ সংরক্ষিত৷

পরীক্ষা কেন্দ্র : এখানে কয়েকটি পরীক্ষা কেন্দ্র দেওয়া হল-(১) পশ্চিমবঙ্গ – বৃহত্তর কলকাতা, আসানসোল, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি৷ (২ ত্রিপুরা – আগরতলা৷ (৩ ওড়িশা – বালাশোর, বেরহামপুর (গঞ্জাম), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, রৌরকেল্লা, সম্বলপুর৷ (৪ বিহার -আরা, ঔরঙ্গাবাদ, ভাগলপুর, দারভাঙ্গা, গয়া, মজফ্ফরপুর, পাটনা, পূর্ণিয়া (৫ অসম -ডিব্রুগড়, গুয়াহাটি, জোড়হাট, শিলচর, তেজপুর৷

আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.ibps.in ওয়েবসাইটে ১০ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ অনলাইনে আবেদন করার আগে প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইন নম্বর থাকতে হবে৷ প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি (আয়তন ২০×২৩০ পিক্সেল, মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে) ও  সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে যার আয়তন ১৪০×৬০ পিক্সেল, মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে,  স্ক্যানার রেজুলিউশন ২০০ ডিপিআই যা কম্পিউটারে আপলোড করে রাখতে হবে৷ সাদা কাগজে কালো বা নীল কালিতে প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (পিক্সেল ২০×২৪০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও ১০ সেমি× ৫ সেমি মাপের সাদা কাগজে কালো কালিতে ইংরাজীতে হাতে লেখা নিম্নলিখিত বয়ান (পিক্সেল ৮০×৪০০ পিক্সেল, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে -“I, ____ (name of the candidate), herebydeclare that all the information sumitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as amd when required”৷ www.ibps.in ওয়েবসাইটের হোম পেজ-এ গিয়ে‘CRP PO/MT-XI’ – এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে৷ অবেদনের ফি ৮৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং/আইএমপিএস/ক্যাশ কার্ড / মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা করতে পারবেন৷ আবেদনপত্র পূরণ করার পর সাবমিট করলেই কম্পিউটার জেনারেটেড ই-রিসিট, রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ডপাওয়া যাবে, যার প্রিন্ট নিয়ে নেবেন৷ পরীক্ষার কললেটার ডাউনলোড করতে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডটির প্রয়োজন হবে৷  প্রিলিমিনারি পরীক্ষার কললেটার ডাউনলোড করতে হবে নভেম্বর মাস থেকে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://www.ibps.in/

Get details: https://www.ibps.in/wp-content/uploads/PO_XI_DA.pdf

Share it :