Advt. No. BOB/HRM/REC/ADVT/2025/11
Bank of Baroda invites online applications for the following posts.
Post: Manager Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales.
Total vacancy: 417. Manager Sales: 227, Officer Agriculture Sales: 142, Manager Agriculture Sales: 48.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Last Date of Online Application: 26th August, 2025
……………………………………….
ব্যাঙ্ক অফ বরোদায় ৪১৭ ম্যানেজার ও অফিসার
ব্যাঙ্ক অফ বরোদা ম্যানেজার সেলস, অফিসার এগ্রিকালচার সেলস, ম্যানেজার এগ্রিকালচার সেলস পদে ৪১৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ম্যানেজার – সেলস: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ মার্কেটিং / সেলস / ব্যাঙ্কিং বিষয়ে এমবিএ / পিজিডিএম পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ আগস্ট, ২০২৫ অনুযায়ী ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২৭ (জেনাঃ ৮৬, তঃজাঃ ৫০, তঃউঃজাঃ ২৪, ওবিসি ৩৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩৪)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৪টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা৷
(২) এগ্রিকালচার মার্কেটিং অফিসার: এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল হাজবেন্ড্রি / ভেটেরিনারি সায়েন্স / ডেয়ারি সায়েন্স / ফিশারি সায়েন্স / পিসিকালচার / অ্যাগ্রি, মার্কেটিং অ্যান্ড কোপারেশন / কোপারেশন অ্যান্ড ব্যাঙ্কিং / অ্যাগ্রো-ফরেস্ট্রি / ফরেস্ট্রি / অ্যাগ্রিকালচারাল বায়োটেকনোলজি বিষয়ে ৪ বছরের গ্র্যাজুয়েশন করতে হবে বা বায়োটেকনোলজি / ফুড সায়েন্স / অ্যাগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট / ফুড টেকনোলজি / ডেয়ারি টেকনোলজি / অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / সেরিকালচার / ফিশারিজ ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক পাশ হতে হবে৷ মার্কেটিং / সেলস / অ্যাগ্রি বিজনেস / রুরাল ম্যানেজমেন্ট / ফিন্যান্স বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ আগস্ট, ২০২৫ অনুযায়ী ২৪ থেকে ৩৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪২ (জেনাঃ ৬১, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ১১, ওবিসি ৩৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৫)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৬টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা৷
(৩) এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার : এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল হাজবেন্ড্রি / ভেটেরিনারি সায়েন্স / ডেয়ারি সায়েন্স / ফিশারি সায়েন্স / পিসিকালচার / অ্যাগ্রি, মার্কেটিং অ্যান্ড কোপারেশন / কোপারেশন অ্যান্ড ব্যাঙ্কিং / অ্যাগ্রো-ফরেস্ট্রি / ফরেস্ট্রি / অ্যাগ্রিকালচারাল বায়োটেকনোলজি বিষয়ে ৪ বছরের গ্র্যাজুয়েশন করতে হবে বা বায়োটেকনোলজি / ফুড সায়েন্স / অ্যাগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট / ফুড টেকনোলজি / ডেয়ারি টেকনোলজি / অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / সেরিকালচার / ফিশারিজ ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক পাশ হতে হবে৷ মার্কেটিং / সেলস / অ্যাগ্রি বিজনেস / রুরাল ম্যানেজমেন্ট / ফিন্যান্স বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ আগস্ট, ২০২৫ অনুযায়ী ২৬ থেকে ৪২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৮ (জেনাঃ ২১, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.bankofbaroda.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে এবং প্রার্থীর জীবনপঞ্জি ও অন্যান্য জরুরী নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ট্রানজাকশন চার্জ অতিরিক্ত৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অনলাইন লিখিত পরীক্ষা হবে ১৫০ মিনিট সময়সীমার ২২৫ নম্বরের৷ অবজেক্টিভ টাইপ প্রশ্ণ হবে এই সব বিষয়ে — কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), রিজনিং (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), প্রফেশনাল নলেজ (৭৫টি প্রশ্ণ, ১৫০ নম্বর)৷ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না৷ লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.bankofbaroda.in/career/current-opportunities/liabilities-and-rural-and-agri-banking-departments-advt-no-26-08
Official Notification: Click Here