Ordnance Factory Badmal is inviting applications for engagement of Apprentices.
Post: Graduate Apprentice & Technician Apprentice
Total Vacancy: 42.
Eligibility: Degree/Diploma
Training Period: 1 Year
Stipend: Graduate Apprentice- Rs. 9,000, Technician Apprentice- Rs. 8,000.
Last Date of Online Application: 24th September, 2025.
……………………………………………………..
অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ৪২ অ্যাপ্রেন্টিস
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অর্ডন্যান্স ফ্যাক্টরি বডমল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ৪২ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ সেপ্টেম্বর, ২০২৫ -এর মধ্যে৷
যোগ্যতা: বিএসসি / বিসিএ / বিকম পাশ হতে হবে৷ অথবা সংশ্লিষ্ট শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ অথবা সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন : আগ্রহী প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম- ন্যাটস ২ পোর্টালে http://nats.education.gov.in) নিজেদের নাম নথিভুক্ত করে সংশ্লিষ্ট ট্রেড নির্বাচন করে আবেদন করতে হবে৷ এর জন্য প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখুন https://munitionsindia.in৷
Official Website: https://munitionsindia.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭ /৯ /২০২৫)।