Advertisement No. IITT/STAFFREC/01/2025 dated 14-07-2025
Indian Institute of Technology Tirupati invites online applications for the following posts.
Post: Assistant Registrar, Technical Officer, Security Officer, Section Officer, Junior Superintendent, Junior Engineer- Civil, Junior Sports Officer, Junior Technical Superintendent, Junior Assistant, Junior Technician.
Total vacancy: 42.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 13th August, 2025 till 5:30 pm.
…………………………………………………………..
আইআইটি তিরুপতিতে ৪২ অশিক্ষক কর্মী
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ তিরুপতি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র স্পোর্টস অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার – সিভিল, জুনিয়র সুপারিনটেন্ডেন্ট, সেকশন অফিসার, সিকিউরিটি অফিসার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে ৪২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ আগস্ট, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বিএ / বি.কম / বি.এসসি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা আইটিআই পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা বি.এসসি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর ফিজিক্যাল এডুকেশন / স্পোর্টস সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ পুলিশ / প্যারা মিলিটারি / ডিফেন্সের কোনো পদে (পে লেভেল ৭ বেতনক্রম স্তরের) ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন।
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে https://www.iittp.ac.in/recruitment ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি গ্রুপ এ পদের বেলায় ৫০০ টাকা, গ্রুপ বি পদের বেলায় ৩০০ টাকা ও গ্রুপ সি পদের বেলায় ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official Website: https://www.iittp.ac.in/recruitment
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৬ /৮ /২০২৫)।