Nasirabad Cantonment Board invites applications for the following posts.
Post: Peon, Electrician, Helper to Electrician, Mali, Lineman, Black Smith, Chowkidar, Chowkidar cum Gardener, Safaiwala / Digger, Belder, Peon / Terminal Tax Peon, LDC, Sanitary Inspector.
Vacancy: 42
Eligibility: 5th, 10th , 12th / Degree (post-wise different)
Age limit: 21-30 years as on 1/12/2022
Salary: post wise different.
Application Fee: Rs. 300 (Reserve category candidates are exempted).
Last Date of Online Application: 19/02/2023
…………………..
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ নাসিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড সাফাইওয়ালা / ডিগার, বেল্ডার, পিওন / টার্মিনাল ট্যাক্স পিওন, লোয়ার ডিভিশন ক্লার্ক, মালি, চৌকিদার, হেল্পার টু ইলেকট্রিশিয়ান, চৌকিদার কাম গার্ডেনার, ইলেক্ট্রিশিয়ান গ্রেড-III, ব্ল্যাক স্মিথ (ওয়েল্ডার), লাইনম্যান (ইলেকট্রিক), স্যানিটারি ইন্সপেক্টর পদে ৪২ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ১৯ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সাফাইওয়ালা / ডিগার: পঞ্চম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ১০, তঃউঃজাঃ ৩, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ১৭,৭০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা৷
(২) বেল্ডার: পঞ্চম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৭,৭০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা৷
(৩) পিওন / টার্মিনাল ট্যাক্স পিওন: পঞ্চম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৭,৭০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা৷
(৪) লোয়ার ডিভিশন ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা ডিগ্রি পাশ ও কম্পিউটার সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরাজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ২০,৮০০ টাকা থেকে ৬৫,৯০০ টাকা৷
(৫) মালি: পঞ্চম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৭,৭০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা৷
(৬) চৌকিদার: পঞ্চম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৭,৭০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা৷
(৭) হেল্পার টু ইলেকট্রিশিয়ান: পঞ্চম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৭,৭০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা৷
(৮) চৌকিদার কাম গার্ডেনার: পঞ্চম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৭,৭০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা৷
(৯) ইলেক্ট্রিশিয়ান গ্রেডIII: মাধ্যমিক পাশ ও ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২০,৮০০ টাকা থেকে ৬৫,৯০০ টাকা৷
(১০) ব্ল্যাক স্মিথ (ওয়েল্ডার): মাধ্যমিক পাশ ও ওয়েল্ডার ট্রেডে আইটিআই বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২০,৮০০ টাকা থেকে ৬৫,৯০০ টাকা৷
(১১) লাইনম্যান (ইলেকট্রিক): মাধ্যমিক পাশ ও ইলেক্ট্রিশিয়ান / লাইনম্যান ট্রেডে আইটিআই বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৭,৯০০ টাকা থেকে ৫৬,৮০০ টাকা৷
(১২) স্যানিটারি ইন্সপেক্টর: মাধ্যমিক বা সমতুল পাশ ও স্যানিটারি ইন্সপেক্টর ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে পর্যাপ্ত হিন্দি জানতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৫০০ টাকা থেকে ৬৮,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://nasirabad.cantt.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর ৩.৫ সেমি× ৪.৫ সেমি মাপের স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা “Chief Executive Officer, Cantonment Board Nasirabad”-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী, বিধবা / বিবাহ বিচ্ছিন্না মহিলা, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য জরুরী নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং তিনটি অতিরিক্ত পাসপোর্ট ছবি (পিছনে সই করা) ও ৩০ টাকার পোস্টাল স্ট্যাম্প-সহ ২টি নিজের নাম-ঠিকানা লেখা খাম একত্রে অন্য একটি মুখবন্ধ খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-Cantonment Board, Nasirabad, Ajmer, Rajasthan-305601৷
প্রার্থী বাছাই পদ্ধতি: সাফাইওয়ালা / ডিগার, বেল্ডার, পিওন / টার্মিনাল ট্যাক্স পিওন, মালি, চৌকিদার, হেল্পার টু ইলেকট্রিশিয়ান, চৌকিদার কাম গার্ডেনার পদের বেলায় লিখিত পরীক্ষার মাধ্যমে, স্যানিটারি ইন্সপেক্টর, ইলেক্ট্রিশিয়ান গ্রেডIII, ব্ল্যাক স্মিথ (ওয়েল্ডার), লাইনম্যান (ইলেকট্রিক) পদের বেলায় লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ স্যানিটারি ইন্সপেক্টর, ইলেক্ট্রিশিয়ান গ্রেড-III, ব্ল্যাক স্মিথ (ওয়েল্ডার), লাইনম্যান (ইলেকট্রিক), লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় ২ ঘণ্টা সময়ের ১২০ নম্বরের লিখিত পরীক্ষায় ১২০টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাপ্ঢিটিউড ও ইংলিশ কম্প্রিহেনসন৷ বাকী পদের বেলায় পঞ্চম শ্রেণীর যোগ্যতা মানে প্রশ্ণ থাকবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://nasirabad.cantt.gov.in
Official Notification: Click Here