Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

4217 APPRENTICES IN YANTRA INDIA LTD.

YIL Advertisement No. 1457

Yantra India Limited is inviting applications for engagement of Apprentices in several ordnance factories.

Post: Apprentice (ITI), Apprentice (Non-ITI).

Total Vacancy: 4217

Eligibility: Apprentice (ITI)- ITI, 10th; Apprentice (Non-ITI)- 10th

Age Limit: 14-18 years as on 21-11-2024

Last Date of Online Application: 21-11-2024

 অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ৪,২১৭ অ্যাপ্রেন্টিস

রাষ্ট্রায়ত্ত সংস্থা যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে দেশের বিভিন্ন অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪,২১৭ জন নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ২১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ নভেম্বর, ২০২৪-এর মধ্যে।

ক্যাটেগরি অনুযায়ী যোগ্যতা: (১) আইটিআই: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ ও কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।

(২) নন-আইটিআই: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ম্যাথেম্যাটিক্স ও সায়েন্স বিষয়ে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

শূন্যপদ: ৪২১৭।

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.recruit-gov.com ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত ফি ২০০ টাকা (মহিলা, তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের বেলায় ১০০ টাকা) জমা করতে হবে৷

Official Website: http://www.recruit-gov.com

Official NotificationClick Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (০৬/১১/২০২৪)।

Share it :