Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

43 ASSISTANT SUPERINTENDANT IN WB / ৪৩ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড্যান্ট

Advt. No.- R/AS(NM)/d 13/2021

 

WBHRB invites online applications for the following post

Post : Assistant Superintendant (Non-Medical)

 

Vacancy : 43 (UR 5, SC 4, ST 18, OBC-A 9, OBC-B 2, PWD 5)

 

Eligibility : Graduate with PG Degree/Diploma in Hospital Manaement on Hospital Administration. Must know how to write and speak in engali.

 

AGE : 36 Years as on 01/01/2021.

 

Salary : 9,000/- – 40,500/-  along with allowances.

 

Last date of application :18 Nov. 2021 till 1 pm.

………………………………………………………………

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ‘অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড্যান্ট (নন-মেডিক্যাল)’ পদে ৪৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে হসপিটাল ম্যানেজমেন্ট/হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে৷ বাংলা ভাষায় লিখতে ও বলতে জানা চাই৷  বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৩৬ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, ত:জা:/ত:উ:জা:/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৪৩ (জেনা: ৫, ত:জা: ৪, ত:উ:জা: ১৮, ওবিসি-এ ৯, ওবিসি-বি২, শারীরিক প্রতিবন্ধী ৫)৷ বেতনক্রম : মূল বেতন ৯,০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা, গ্রেড পে ৪,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি :  দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ নভেম্বর, ২০২১ দুপুর ১টার মধ্যেwww.wbhrb.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২১০ টাকা অনলাইনে জমা দিতে হবে (ত:জা:/ত:উ:জা:/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না)৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬৫ নম্বর), অভিজ্ঞতা (২০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website : http://www.wbhrb.in

Get Details :  https://www.wbhrb.in/uploads/ads/ad_61815290962ed.pdf

Share it :