Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

43 PROJECT ENGINEERS IN BEL / ভারত ইলেকট্রনিক্সে ৪৩ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার

Advt. No. 383/TE&PE-I/HR/SW/2022-23

Bharat Electronics Ltd. is inviting applications for the following post on contractual basis.

Post: Project Engineer

Total Vacancy: 43

Eligibility: Full time BE/B.Tech in relevant Engineering streams. Must have 2 years of experience.

Age limit: 32 years as on 1.6.2022

Consolidated Remuneration: 1st Year – Rs. 40,000, 2nd Year – Rs.45,000, 3rd Year – Rs. 50,000, 4th Year – Rs. 55,000.

Application Fee: Rs. 400 + 18% GST for General/OBC/EWS candidates.

Last Date of Receipt of Application: 28th June, 2022

…………………………………………..

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৪৩ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে মেয়াদ চার বছর পর্যন্ত বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৮ জুন, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / আইএস / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৫ শতাংশ নম্বর সহ ফুল টাইম বিই / বিটেক পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সংশ্লিষ্ট শাখায় বিই / বিটেক পাশ হলে আবেদন করতে পারবেন৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: বয়স হতে হবে ১ জুন, ২০২২-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ এককালীন বেতন: প্রথম বছরে প্রতি মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৪৫,০০০ টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছরে প্রতি মাসে ৫৫,০০০ টাকা৷ শূন্যপদ: ৪৩ (জেনাঃ ১৬, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bel-india.in  ওয়েবসাইটে প্রদত্ত https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdmO_j E2kui6Dnw Uy9Jc5QGwhmUds-7e-yOtSYmhg Hpv2uO6g /viewform?usp=sf_link লিংকে গুগল ফর্ম পূরণ করার মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ জেনারেল / ওবিসি / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের দরখাস্ত ফি ৪০০ টাকা (১৮ শতাংশ জিএসটি চার্জ অতিরিক্ত) অনলাইনে এসবিআই কালেক্টের মাধ্যমে জমা করতে হবে৷ ফি জমা দেওয়ার পরে প্রাপ্ত ‘SBI Collect reference No.’’ ফর্মের মধ্যে লিখে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর প্রার্থীর ই-মেল আইডিতে আসা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে তাতে নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ সেই ফর্মের সঙ্গে দরখাস্ত ফি-র রিসিপ্ঢ ও অভিজ্ঞতা সম্পর্কে লিখিত তথ্য এবং মাধ্যমিকের মার্কশিট ও শংসাপত্র (জন্ম প্রমাণপত্র), বিই / বিটেক পরীক্ষার প্রতি সেমেস্টারের মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), সচিত্র পরিচয়পত্র, অভিজ্ঞতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে অর্ডিনারি বা স্পিড পোস্টের মাধ্যমে তা পাঠাতে হবে এই ঠিকানায় – To The Manager (HR / ES & SW), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru – 560013৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.bel-india.in

Official Notification: Click Here

Apply Online: Click Here

Share it :