Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

433 ANGANWADI KARMI & SAHAYIKA IN HOWRAH DISTRICT / হাওড়া জেলায় ৪৩৩ অঙ্গনওয়াড়ি কর্মী

Applications are invited for the following posts in different ICDS in Howrah District.

Post: Anganwadi Karmi, Anganwadi Sahayika.

vacancy: ICDS  wise different.

Eligibility: post wise different.

Age: 18 to 45 years old.

Salary: post wise different.

………………………………………………..

হাওড়া জেলার বিভিন্ন পঞ্চায়েত ও ব্লক স্তরে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ৪৩৩ জন মহিলা নিয়োগ করা হবে৷

(ক)আমতা-১ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ৭০ :

হাওড়াজেলারআমতা-১ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ৭০ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ১৩৬/আইসিডিএস/আমতা-১)৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৪টের মধ্যে৷ (১) অঙ্গনওয়াড়ি কর্মী : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের অবশ্যই আমতা-১ পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ (২) অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ৬২৷ কানুপর গ্রাম পঞ্চায়েতের জন্য ৭ জন (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-বি ৫)৷ বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)৷ আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ১, ওবিসি-বি ১)৷ খোশালপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ১০ জন (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ বালিচক গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ রসপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৩ জন (জেনাঃ  ১, ওবিসি-এ ২)৷ উদং ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ১, তঃজাঃ ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ খড়দহ গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ  ২, তঃজাঃ ২, ওবিসি-এ ২)৷ ভাণ্ডারগাছা গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ৩, ওবিসি-বি ২)৷ চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৪ জন (জেনাঃ  ৩, ওবিসি- বি ১)৷ সিরাজবাটি গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ ২, তঃজাঃ ২, ওবিসি-এ ১)৷ আমতা গ্রাম পঞ্চায়েতের জন্য ১ জন (ওবিসি-এ)৷ উদং ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ১, তঃজাঃ ২, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে — স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৪টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, আমতা-১ নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাওড়া – ৭১১৪০১৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(খ) বাগনান-১ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ৬০ :

হাওড়াজেলার বাগনান-১ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ৬০ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ৯৫/আইসিডিএস/বাগ-১)৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৪টের মধ্যে৷ (১) অঙ্গনওয়াড়ি কর্মী : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের অবশ্যই বাগনান-১ পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ (২) অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ৪৮৷ বাগনান ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ১ জন (তঃজাঃ)৷ বাগনান ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ৩, তঃজাঃ ৩, ওবিসি এ ১)৷ থালোর গ্রাম পঞ্চায়েতের জন্য ৪ জন (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ১, তঃজাঃ ২, ওবিসি-এ ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ হাটুরিয়া১ গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ২, তঃজাঃ ৩)৷ হাটুরিয়া ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ  ২, তঃউঃজাঃ ১, ওবিসি-বি ২)৷ সাবসিট গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ৩, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বাইনান গ্রাম পঞ্চায়েতের জন্য ৪ জন (জেনাঃ  ৩, তঃউঃজাঃ ১)৷ বাকসি গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ ২, তঃরজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ  ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে — স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৪টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, বাগনান-১ নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাওড়া৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(গ) বাগনান-২ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ৭০ :

হাওড়াজেলার বাগনান-২ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ৬০ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ৯৫/আইসিডিএস/বাগ-১)৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৪টের মধ্যে৷ (১) অঙ্গনওয়াড়ি কর্মী : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের অবশ্যই বাগনান-২ পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ২, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ (২) অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ৪৫৷ শরৎচন্দ্র গ্রাম পঞ্চায়েতের জন্য ৮ জন (জেনাঃ ৫, তঃজাঃ ২, শারীরিক প্রতিবন্ধী ১)৷ ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের জন্য ১০ জন (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি এ ২, ওবিসি-বি ২)৷ অ্যান্টিলা গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বিবিপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ ৩, তঃজাঃ ২, ওবিসি-বি ১)৷ চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের জন্য ৪ জন (জেনাঃ ১, তঃজাঃ ২, ওবিসি-এ ১)৷ মুগ-বেনাপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ  ৪, তঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ হ্যালান গ্রাম পঞ্চায়েতের জন্য ৯ জন (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি-এ ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৪টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, বাগনান-২ নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাওড়া৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(ঘ) বালি জগাছা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ১৫ :

হাওড়াজেলার বালি জগাছা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ৬০ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ৬৫/আইসিডিএস/বিজে-১)৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৪টের মধ্যে৷ (১) অঙ্গনওয়াড়ি কর্মী : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের অবশ্যই বালিজগাছা পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ (২) অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ১৩৷ জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ১ জন (অসংরক্ষিত)৷ দুর্গাপুর ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ১ জন (ওবিসি বি ১)৷ চামরাইল গ্রাম পঞ্চায়েতের জন্য ৩ জন (জেনাঃ ১, ওবিসি-এ ২)৷ নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের জন্য ১ জন (অসংরক্ষিত)৷ চকপাড়া-আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷

সাঁপুইপাড়া বাসুকাঠি গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বালি গ্রাম পঞ্চায়েতের জন্য ১ জন (তঃজাঃ)৷ দুর্গাপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ১, তঃজাঃ ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৪টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, বালি জগাছা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাওড়া৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(ঙ) বালি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ১৯ :

হাওড়াজেলার বালি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ১৯ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ১৪০/আইসিডি/বি ইউ)৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷ (১) অঙ্গনওয়াড়ি কর্মী : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের অবশ্যই বালি পৌর এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ৩ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ২)৷ (২) অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ১৬৷ ৫৩ নং ওয়ার্ডের জন্য ১ জন (তঃজাঃ)৷ ৫৫ নং ওয়ার্ডের  জন্য ১ জন (অসংরক্ষিত)৷ ৫৬ নং ওয়ার্ডের জন্য ২ জন (তঃজাঃ ১, ওবিসি-বি ২)৷ ৫৮ নং ওয়ার্ডের জন্য ২ জন (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ ৫৯ নং ওয়ার্ডের  জন্য ১ জন (ওবিসি এ)৷ ৬০ নং ওয়ার্ডের জন্য ৩ জন (জেনাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ ৬২ নং ওয়ার্ডের জন্য ১ জন (ওবিসি বি)৷ ৬৪ নং ওয়ার্ডের  জন্য ১ জন (তঃউঃজাঃ)৷ ৬৫ নং ওয়ার্ডের জন্য ২ জন (তঃজাঃ ১, ওবিসি-বি ১)৷ ৬৬ নং ওয়ার্ডের জন্য ২ জন (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৪টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, বালি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, ১৪৭, বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিট, বালি, হাওড়া, চৈতল পাড়া মিউনিসিপ্যাল অবৈতনিক বিদ্যালয়ের দোতলায়৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(চ) ডোমজুড় অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ৬১ :

হাওড়াজেলার ডোমজুড় অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ৬১ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ১৭২/আইসিডি / এস/এ (ডোমজুড়))৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷ (১) অঙ্গনওয়াড়ি কর্মী : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের অবশ্যই ডোমজুড় পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ১৭ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১, ওবিসি বি ২)৷ (২) অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ৪৪৷ সলপ ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ ২, তঃজাঃ ২, ওবিসি বি ২)৷ সালাপ ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ৩ জন (তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)৷ মাকড়দহ ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ ৪, তঃজাঃ ২)৷ বাঁকড়া ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১)৷ বাঁকড়া ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ১১ জন (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এ ৩, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বাঁকড়া ৩ গ্রাম পঞ্চায়েতের জন্য ৪ জন (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷ মোহিয়াড়ি ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (অসংরক্ষিত)৷ মোহিয়াড়ি ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ১ জন (অসংরক্ষিত)৷ নারনা গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ১, তঃজাঃ ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৩টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, ডোমজুড় (অতিরিক্ত) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাওড়া৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(ছ) ডোমজুড় মেইন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ৫৫ :

হাওড়াজেলার ডোমজুড় মেইন অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ৫৫ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ১৭১/আইসিডি / এস/ (ডোমজুড়))৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷ (১) অঙ্গনওয়াড়ি কর্মী : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের অবশ্যই ডোমজুড় পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ১৫ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি এ ১)৷ (২) অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ৪০৷ ডোমজুড় গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ উত্তর ঝাপড়দহ গ্রাম পঞ্চায়েতের জন্য ৬ জন (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)৷ দক্ষিণ ঝাপড়দহ গ্রাম পঞ্চায়েতের জন্য ৩ জন (অসংরক্ষিত)৷ কলরা ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ২, তঃজাঃ ২)৷ কলরা ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ৭ জন (জেনাঃ ৪, তঃজাঃ ২, ওবিসি বি ১)৷ পার্বতিপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৪ জন (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি এ ২)৷ রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৮ জন (জেনাঃ ৪, তঃজাঃ ২, ওবিসি এ ১, ওবিসি বি ১)৷ বেগড়ি গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)৷ মাকরদহ ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ১ জন (তঃজাঃ ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৩টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, ডোমজুড় (মেইন) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাওড়া৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(জ) হাওড়া মধ্য সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ১২ :

হাওড়াজেলার হাওড়া মধ্য সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ১২ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ৪৬/আইসিডিএস/ হাও(সি))৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷ অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ১২৷ ১৯ নং  ওয়ার্ডের জন্য ১ জন (তঃজাঃ)৷ ২০ নং  ওয়ার্ডের জন্য ৩ জন (জেনাঃ ১, ওবিসি এ ২)৷ ২৪ নং  ওয়ার্ডের জন্য ১ জন (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ ৪৭ নং  ওয়ার্ডের জন্য ২ জন (জেনাঃ ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ ৪৮ নং  ওয়ার্ডের জন্য ৩ জন (জেনাঃ ১, ওবিসি এ ২)৷ ৪৯ নং  ওয়ার্ডের জন্য ১ জন (তঃজাঃ ১, ওবিসি এ ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৩টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, হাওড়া মধ্য সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, ডুমুরজলা এইচ আর বি সি হাউজিং এস্টেট, সাঁতরাগাছি, হাওড়া৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(ঝ) হাওড়া উত্তর (শহর) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ৭:

হাওড়াজেলার হাওড়া উত্তর (শহর) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ৭ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ৬৩/আইসিডিএস/ এইচ এন (ইউ))৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷ অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ৭৷ ১ নং  ওয়ার্ডের জন্য ১ জন (অসংরক্ষিত)৷ ৩ নং  ওয়ার্ডের জন্য ১ জন (তঃজাঃ)৷ ৮ নং  ওয়ার্ডের জন্য ১ জন (তঃউঃজাঃ)৷ ৯ নং  ওয়ার্ডের জন্য ১ জন (তঃউঃজাঃ)৷ ১৫ নং ওয়ার্ডের জন্য ১ জন (অসংরক্ষিত)৷ ৫০ নং  ওয়ার্ডের জন্য ২ জন (তঃউঃজাঃ)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৩টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, হাওড়া উত্তর (শহর) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, ৬৬ / ৮, ক্ষেত্র মিত্র লেন, সালকিয়া, চতুর্থ তল, হাওড়া – ৭১১১০৬৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(ঞ) জগৎবল্লভপুর অ্যাডিশনাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ২২ :

হাওড়াজেলার জগৎবল্লভপুর অ্যাডিশনাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ২২  জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ৯৭/আইসিডিএস/ জগৎবল্লভপুর (অ্যাডিশনাল))৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷ (১) অঙ্গনওয়াড়ি কর্মী : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের অবশ্যই জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ (২) অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ১৯৷ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৩ জন (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি বি ১)৷ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৪ জন (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি এ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ লস্করপুর গ্রাম পঞ্চায়েতের জন্য ৩ জন (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি এ ১)৷ মাজু গ্রাম পঞ্চায়েতের জন্য ৭ জন (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি বি ১)৷ পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ১, তঃজাঃ ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৩টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, জগৎবল্লভপুর (অ্যাডিশনাল) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, গ্রাম: শিবরামপুর, ডাকঘর: বড়গাছিয়া, থানা: জগৎবল্লভপুর, হাওড়া – ৭১১৪০৪৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(ট) জগৎবল্লভপুর মেইন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ৩০ :

হাওড়াজেলার জগৎবল্লভপুর মেইন অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি কর্মী’ ও ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ৩০ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ৯৬/আইসিডিএস/ জগৎবল্লভপুর (মেইন))৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷ (১) অঙ্গনওয়াড়ি কর্মী : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের অবশ্যই জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ (২) অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ২৮৷ বড়গাছিয়া ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ৩ জন (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বড়গাছিয়া ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ৩ জন (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ হাটাল গ্রাম পঞ্চায়েতের জন্য ২ জন (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ জগৎবল্লভপুর ১ গ্রাম পঞ্চায়েতের জন্য ১ জন (অসংরক্ষিত)৷ জগৎবল্লভপুর ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ৪ জন (জেনাঃ ২, তঃজাঃ ২)৷ পাতিহাল গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ২, তঃজাঃ ২, ওবিসি এ ১)৷ শঙ্করহাটি ২ গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)৷ শিয়ালডাঙা গ্রাম পঞ্চায়েতের জন্য ৫ জন (জেনাঃ ২, ওবিসি এ ১, ওবিসি বি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৩টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, ডোমজুড় (মেইন) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাওড়া৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

(ঠ) হাওড়া মধ্য সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ১২ :

হাওড়াজেলার হাওড়া মধ্য সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অঙ্গনওয়াড়ি সহায়িকা’ পদে ১২ জন মহিলা নিয়োগ করা হবে (মেমো নং ৪৬/আইসিডিএস/ হাও(সি))৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷ অঙ্গনওয়াড়ি সহায়িকা : সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় / পর্ষদ / বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ মহিলারা দরখাস্ত করবেন৷ প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ শূন্যপদ ১২৷ ১৯ নং  ওয়ার্ডের জন্য ১ জন (তঃজাঃ)৷ ২০ নং  ওয়ার্ডের জন্য ৩ জন (জেনাঃ ১, ওবিসি এ ২)৷ ২৪ নং  ওয়ার্ডের জন্য ১ জন (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ ৪৭ নং  ওয়ার্ডের জন্য ২ জন (জেনাঃ ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ ৪৮ নং  ওয়ার্ডের জন্য ৩ জন (জেনাঃ ১, ওবিসি এ ২)৷ ৪৯ নং  ওয়ার্ডের জন্য ১ জন (তঃজাঃ ১, ওবিসি এ ১)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.howrah.gov.in  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে -স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (মূলকপি), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসর্পোট মাপের ছবি ও ১ কপি স্ট্যাম্প মাপের ছবি, ভোটার কার্ড / আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৬ টাকার ডাকটিকিট লাগানো)৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন বিকেল ৩টের মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, হাওড়া মধ্য সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, ডুমুরজলা এইচ আর বি সি হাউজিং এস্টেট, সাঁতরাগাছি, হাওড়া৷ খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ খামের বাঁদিকে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নামসহ ঠিকানা লিখতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৯০ নম্বর) ও মৌখিক পরীক্ষার (১০ নম্বর) মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে -মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণি মানের)-১৫ নম্বর, পাটিগণিত (অষ্টম শ্রেণি মানের)-২০ নম্বর, পুষ্টি-জনস্বাস্থ্য-মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন- ১৫ নম্বর, ইংরেজি ভাষা জ্ঞান (অষ্টম/নবম শ্রেণি মানের) -২০ নম্বর, সাধারণ জ্ঞান – ২০ নম্বর৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিতি ওয়েবসাইট৷

Last Date of Online Application: 23rd May, 2022.

Official website: www.howrah.gov.in

Get details: https://howrah.gov.in/notice_category/recruitment/

Share it :