Advt. No. Admn-I/DR/1(3)/2022
Director, JIPMER, Puducherry invites application from eligible Indian nationals for the following posts.
Post: Nursing Officer.
Total vacancy: 433 (UR: 175, SC: 66, ST: 33, OBC: 116, EWS: 43).
Eligibility: 1. (i) B.Sc.(Hons.) Nursing / B.Sc. Nursing from an Indian Nursing Council / State Nursing Council recognized Institute or University or B.Sc. (Post-certificate) / Post Basic B.Sc. Nursing from an Indian Nursing Council / State Nursing Council recognized Institute / University.
OR
- (i) Diploma in General Nursing and Midwifery from an Indian Nursing Council / State Nursing Council recognized Institute / Board or Council with Two Years’ experience in minimum 50 – bedded hospital after acquiring the educational qualification mentioned above.
Candidates must be Registered as Nurse and Midwife in State./Indian Nursing council.
Age: up to 35 years (as on 01/12/2022).
Pay Scale: 44,900/-
Last Date of Online Application : 1st December, 2022 till 4:30 pm.
……………………….
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠান জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ৪৩৩ জন ‘নার্সিং অফিসার’ নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ২০২২ বিকেল সাড়ে ৪টের মধ্যে৷
যোগ্যতা: নার্সিং অফিসার (পোস্ট কোড ৩১২০২২)-গ্রুপ বি: বি.এসসি (অনার্স) নার্সিং / বি.এসসি নার্সিং / বি.এসসি (পোস্ট সার্টিফিকেট) / পোস্ট বেসিক বি.এসসি নার্সিং পাশ হতে হবে অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাশের পর ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্টেট / ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অধীন নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ : ৪৩৩ (জেনাঃ ১৭৫, তঃজাঃ ৬৬, তঃউঃজাঃ ৩৩, ওবিসি ১১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪৩)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৩টি পদ সংরক্ষিত৷ বেতন: ৪৪,৯০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে https:://www.jipmer.edu.in ওয়েবসাইটের ‘Apply on-line to the post of Nursing Officer – November 2022’ লিঙ্কে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই ১০ থেকে ৮০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ একটি প্ল্যাকার্ডে নিজের নাম ও ছবি তোলার তারিখ লিখে সেটিকে বুকের সামনে ধরে পাসপোর্ট মাপের ছবিটি তোলাতে হবে৷ দরখাস্তের ফি ১৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ১২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ফি জমা দেবার অতিরিক্ত ট্রান্সজাকশন চার্জ প্রার্থীকে দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ ৯০ মিনিট সময়সীমার ১০০টি এমসিকিউ ধরণের প্রশ্ন হবে এইসব বিষয়ের উপর – জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, জেনারেল ম্যাথমেটিক্স এবং সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক প্রশ্ন৷ সংশ্লিষ্ট বিষয় থেকে ৭০ শতাংশ প্রশ্ন এবং বাকি বিষয়গুলি থেকে ৩০ শতাংশ প্রশ্ন হবে৷ প্রতি প্রশ্নের মান ৪৷ লিখিত পরীক্ষার পর স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট হবে৷ লিখিত পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর, ২০২২ তারিখে৷ পশ্চিমবঙ্গের লিখিত পরীক্ষার কেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://jipmer.edu.in/
Get details: Click Here