CEN No. 03/2025
Indian Railways invites online applications for the following paramedical posts.
Post: Nursing Superintendent, Dialysis Technician, Health and Malaria Inspector Grade II, Pharmacist (Entry Grade), Radiographer X-ray Technician, ECG Technician, Lab Assistant Grade II.
Total vacancy: 434. Nursing Superintendent: 272, Dialysis Technician: 4, Health and Malaria Inspector Grade II: 33, Pharmacist (Entry Grade): 105, Radiographer X-ray Technician: 4, ECG Technician: 4, Lab Assistant Grade II: 12.
Eligibility: Post-wise different.
Age: Post-wise different.
Pay Scale: Post-wise different.
Application Fee: Rs. 500/-.
Last Date of Online Application: from 9th August, 2025 to 8th September, 2025.
…………………………………………………………….
রেলে ৪৩৪ প্যারামেডিক্যাল কর্মী
কলকাতা, মালদা ও শিলিগুড়ি-সহ দেশের ২১টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে প্যারামেডিক্যাল ক্যাটেগরিতে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড-II, ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড), রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II পদে (বিজ্ঞপ্তি নংCEN 03/2025) ৪৩৪ জন পুরুষ ও মহিলা নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ আবেদন করতে হবে অনলাইনে ৯ আগস্ট, ২০২৫ থেকে ৮ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্সিং সুপারিনটেন্ডেন্ট: বি.এসসি নার্সিং বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ২০ থেকে ৪০ বছরের মধ্যে৷ মেডিক্যাল স্ট্যান্ডার্ড:C1- শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে৷ চশমা ছাড়া বা চশমা-সহ দূরের দৃষ্টিশক্তি হতে হবে ৬/১২, ৬/১৮ ও কাছের দৃষ্টিশক্তি হতে হবে এসএন: ০.৬, ০.৬৷ প্রারম্ভিক বেতন: ৪৪,৯০০ টাকা৷ শূন্যপদ: ২৭২৷
(২) ডায়ালিসিস টেকনিশিয়ান: বি.এসসি পাশ সঙ্গে হেমোডায়ালিসিস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে বা হেমোডায়ালিসিসের কাজে ২ বছরের ইন-হাউজ ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ২০ থেকে ৩৩ বছরের মধ্যে৷ মেডিক্যাল স্ট্যান্ডার্ড:B1- শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে৷ চশমা ছাড়া বা চশমা-সহ দূরের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৯, ৬/১২ ও কাছের দৃষ্টিশক্তি হতে হবে এসএন: ০.৬, ০.৬৷ কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন ও মেসোপিক ভিশন টেস্টে পাশ হতে হবে৷ প্রারম্ভিক বেতন: ৩৫,৪০০ টাকা৷ শূন্যপদ: ৪৷
(৩) হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড-II: কেমিস্ট্রি বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে সঙ্গে হেলথ / স্যানিটারি ইন্সপেক্টরের ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে বা হেলথ স্যানিটারি ইন্সপেক্টর ট্রেডে ১ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে৷ মেডিক্যাল স্ট্যান্ডার্ড:C1- শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে৷ চশমা ছাড়া বা চশমা-সহ দূরের দৃষ্টিশক্তি হতে হবে ৬/১২, ৬/১৮ ও কাছের দৃষ্টিশক্তি হতে হবে এসএন: ০.৬, ০.৬৷ প্রারম্ভিক বেতন: ৩৫,৪০০ টাকা৷ শূন্যপদ: ৩৩৷
(৪) ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড): বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে ফার্মাসিতে ডিপ্লোমা পাশ অথবা বি.ফার্মা পাশ হতে হবে৷ ফার্মাসিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷ মেডিক্যাল স্ট্যান্ডার্ড:C2- শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে৷ চশমা ছাড়া বা চশমা-সহ উভয় চোখে দূরের দৃষ্টিশক্তি হতে হবে ৬/১২ ও কাছের দৃষ্টিশক্তি হতে হবে এসএন: ০.৬৷ প্রারম্ভিক বেতন: ২৯,২০০ টাকা৷ শূন্যপদ: ১০৫৷
(৫) রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান: ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিয়োগ্রাফি / এক্স রে টেকনিশিয়ান / রেডিয়ো ডায়াগনসিস টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সায়েন্স গ্র্যাজুয়েট প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে৷ মেডিক্যাল স্ট্যান্ডার্ড:B1- শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে৷ চশমা ছাড়া বা চশমা-সহ দূরের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৯, ৬/১২ ও কাছের দৃষ্টিশক্তি হতে হবে এসএন: ০.৬, ০.৬৷ কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন ও মেসোপিক ভিশন টেস্টে পাশ হতে হবে৷ প্রারম্ভিক বেতন: ২৯,২০০ টাকা৷ শূন্যপদ: ৪৷
(৬) ইসিজি টেকনিশিয়ান: বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ বা গ্র্যাজুয়েট হতে হবে৷ ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি / কার্ডিয়োলজি / কার্ডিয়োলজি টেকনিশিয়ান / কার্ডিয়োলজি টেকনিকস বিষয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে৷ মেডিক্যাল স্ট্যান্ডার্ড:C1- শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে৷ চশমা ছাড়া বা চশমা-সহ দূরের দৃষ্টিশক্তি হতে হবে ৬/১২, ৬/১৮ ও কাছের দৃষ্টিশক্তি হতে হবে এসএন: ০.৬, ০.৬৷ প্রারম্ভিক বেতন: ২৫,৫০০ টাকা৷ শূন্যপদ: ৪৷
(৭) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে৷ মেডিক্যাল স্ট্যান্ডার্ড:B1- শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে৷ চশমা ছাড়া বা চশমা-সহ দূরের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৯, ৬/১২ ও কাছের দৃষ্টিশক্তি হতে হবে এসএন: ০.৬, ০.৬৷ কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন ও মেসোপিক ভিশন টেস্টে পাশ হতে হবে৷ প্রারম্ভিক বেতন: ২১,৭০০ টাকা৷ শূন্যপদ: ১২৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbsiliguri.gov.in, আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbahmedabad.gov.in, আজমেঢ় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbajmer.gov.in, প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbald.gov.in, ব্যাঙ্গালোর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbbnc.gov.in, ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbbpl.nic.in, ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbbbs.gov.in, বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbbilaspur.gov.in, চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbcdg.gov.in, চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbchennai.gov.in, গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbgkp.gov.in, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbguwahati.gov.in, জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbjammu.nic.in, মুম্বই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbmumbai.gov.in, মুজফফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmuzaffarpur.gov.in, পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbpatna.gov.in, রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbranchi.gov.in, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbthiruvananthapuram.gov.in, সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbsecunderabad.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ একজন প্রার্থী কেবলমাত্র একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্যই আবেদন করতে পারবেন৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই ৩০ কেবি থেকে ৭০ কেবি সাইজের মধ্যে জেপিইজি ফরম্যাটে এবং তপশিলি সম্প্রদায়ের কাস্ট সার্টিফিকেট ৫০০ কেবি সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ২৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ পরীক্ষায় অংশগ্রহণের পরে প্রার্থীরা দরখাস্ত ফি-র ৪০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ২৫০ টাকা) ফেরত পাবেন৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.rrbkolkata.gov.in
Official Notification: Click Here