Advertisement No. 21/2025
National Institute of Technology Kurukshetra invites online applications for the following posts.
Post: Junior Engineer, Students Activity & Sports Assistant, JLibrary & Information Assistant, Technical Assistant, Personal Assistant, Sr. Stenographer, Stenographer, Senior Assistant, Junior Assistant, Senior Technician.
Total vacancy: 44..
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 30th September, 2025.
……………………………………………………..
এনআইটি কুরুক্ষেত্রে ৪৪ অশিক্ষক কর্মী
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কুরুক্ষেত্র জুনিয়র ইঞ্জিনিয়ার,স্টুডেন্টস অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান, টেকনিশিয়ান পদে ৪৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: প্রথম শ্রেণির নম্বরসহ সিভিল / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ অথবা প্রথম শ্রেণির নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ কলেজ / ইউনিভার্সিটিতে পড়াকালীন স্পোর্টস অ্যান্ড ড্রামা / মিউজিক / ফিল্ম / পেইন্টিং / ফটোগ্রাফি / জার্নালিজম ইভেন্ট ম্যানেজমেন্টে অংশগ্রহণ করে থাকতে হবে৷ অথবা প্রথম শ্রেণির নম্বরসহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে৷ লাইব্রেরি অটোমেশন অ্যান্ড নেটওয়ার্কিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পিজিডিসিএ বা সমতুল্য কোনো কোর্স পাশ হলে ভালো হয়৷ অথবা ইঞ্জিনিয়ারিং শাখার জন্য প্রথম শ্রেণির নম্বরসহ সংশ্লিষ্ট ট্রেডে বি.ই / বি.টেক পাশ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (কম্পিউটার অ্যাপ্লিকেশন) শাখার জন্য প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক বা এমসিএ পাশ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ অথবা সায়েন্স (কেমিস্ট্রি) শাখার জন্য প্রথম শ্রেণির নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশ বা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি / ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি পাশ ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে৷ স্টেনোগ্রাফি জানা থাকলে ও ব্যাচেলর ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে৷ স্টেনোগ্রাফি জানা থাকলে ভালো হয়৷ অথবা ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন শাখার জন্য কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ অথবা ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (কম্পিউটার অ্যাপ্লিকেশন) এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন শাখার জন্য কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ অথবা সায়েন্স (কেমিস্ট্রি) শাখার জন্য কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন।
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nitkkr.ac.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://nitkkr.ac.in/detailed-advertisement-for-the-recruitment-of-non-teaching-posts-ref-advt-no-21-2025/
Official Notification: Click Here
Apply link: Click here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭ /৮ /২০২৫)।