Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

45 ENGINEERS IN RAIL LAND DEVELOPMENT AUTHORITY / রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিতে ৪৫ ইঞ্জিনিয়ার

Vacancy notice no. RLDA/CONTRACT/2021/02

Rail Land Development Authority invites applications for the post of Assistant Project Engineer (Civil) on contractual basis.

Post: Assistant Project Engineer (Civil)

Total Vacancy: 45

Eligibility: Degree in Civil Engineering with valid GATE Score in Civil Engineering.

Age limit: 21 years to 28 years as on 23rd December, 2021

Consolidated Remuneration: Rs. 54,600

Last Date of Online of Application: 23rd December, 2021

……………………………………

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রেল ল্যান্ড ডেভেপলমেন্ট অথরিটি অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে ৪৫ জন নিয়োগ করবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ২৩ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷ যোগ্যতা : কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম বিই / বিটেক পাশ হতে হবে এবং বৈধ গেট স্কোর (সাবজেক্ট কোড: CE) থাকতে হবে৷ শারীরিকভাবে সুস্থ থাকা আবশ্যক৷  শূন্যপদ : ৪৫৷ নিয়োগ হবে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও আসানসোল এবং অন্যান্য রাজ্যের তিরুপতি, নেল্লোর, গুয়াহাটি / কামাখ্যা, গয়া,  মুজফফরপুর,  চন্ডীগড়,  পানিপথ,  সুরাট, উধনা, সোমনাথ, জম্মু তাওয়াই, রাঁচি, ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট, এর্নাকুলাম,  কোল্লাম, গোয়ালিয়র, মুম্বাই, নাগপুর, ভুবনেশ্বর, পুরী,  পুদুচেরী,  লুধিয়ানা, অমৃতসর, উদয়পুর, জয়পুর, কোটা, কন্যাকুমারী, রামেশ্বরম, মাদুরাই, হায়দ্রাবাদ, কাঠগোদাম, লক্ষ্নৌ, কানপুর, প্রোয়াগরাজ, গাজিয়াবাদ ও আরো ৪টি স্টেশনে৷ বেতন : প্রতিম মাসে ৫৪,৬০০ টাকা৷ ৩ থেকে ৬ মাস ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ১০,০০০ টাকা স্টইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে rlda.indianrailways.gov.in/career ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে, সই করতে হবে ও স্বপ্রত্যয়িত ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক শংসাপত্র), উচ্চমাধ্যমিক শংসাপত্র, গ্র্যাজুয়েশন শংসাপত্র ও বৈধ গেট স্কোর কার্ড পিডিএফ ফর্ম্যাটে (২০ এমবি সাইজের মধ্যে) স্ক্যান করে psecontract@gmail.com ই-মেল আইডিতে পাঠাতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : গেট স্কোরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://rlda.indianrailways.gov.in/

Official Notification: Click Here

Share it :