Burnpur Hospital invites applications for Walk In Interview for engagement of trainees under a Proficiency Training Programme (Paramedics) from Qualified Paramedics for a period of 18 months.
Post: Operation Theatre Technician, Dresser,X-ray Technician, ECG Technician, Dialysis Technician, Pharmacist, Laboratory Technician & Blood Bank Technician,Pulmonary Function Test Technician, Optometrist, Phlebotomist, Vaccinator, Dental Hygienist, Dental Assistance/Dental Operating Room Asst.
Total vacancy: 45. Operation Theatre Technician: 7, Dresser: 3,X-ray Technician: 4, ECG Technician: 3, Dialysis Technician: 2, Pharmacist: 6, Laboratory Technician & Blood Bank Technician: 12, Pulmonary Function Test Technician: 1, Optometrist: 2, Phlebotomist: 2, Vaccinator: 1, Dental Hygienist: 1, Dental Assistance/Dental Operating Room Asst: 1.
Eligibility: stream wise different.
Age: 30 years as on 01/08/2022 (relaxation shall be given for the reserved candidates).
Stipend: stream wise different.
Date of Walk in Interview : 12th and 13th August, 2022 at 9 am.
……………………………………………………………..
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ বার্নপুর হাসপাতালে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ড্রেসার, এক্স-রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান, পালমোনারি ফাংশন টেস্ট টেকনিশিয়ান, অপ্ঢোমেট্রিস্ট, ফ্লেবোটমিস্ট, ভ্যাক্সিনেটর, ডেন্টাল হাইজিনিস্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট পদে ৪৫ জন ছেলেমেয়েনিয়োগ করা হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ ১৮ মাসের একটি প্রফিসিয়েন্সি ট্রেনিং প্রোগ্রাম – এর অধীন এই নিয়োগ হবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১২ ও ১৩ আগস্ট, ২০২২ এই ঠিকানায় —Confluence, Opp. To Burnpur Post Office, Near Bharti Bhawan, Burnpur-713325, Dt: Paschim Bardhaman, West Bengal৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অপারেশন থিয়েটার টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর অপারেশন থিয়েটার টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা অপারেশন থিয়েটার টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ : ৭৷
(২) ড্রেসার: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা ২সমতুল পাশের পর ড্রেসার -এর ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ শূন্যপদ : ৩ (পুরুষ ২, মহিলা ১)৷
(৩) এক্স রে টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা ২সমতুল পাশের পর রেডিয়োগ্রাফিতে (ডিআরডি) ২ বছরের ডিপ্লোমা পাশ অথবা রেডিয়োগ্রাফিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ সিটি স্ক্যানের কাজের অভিজ্ঞতা অগ্রগণ্য৷ শূন্যপদ : ৪৷
(৪) ইসিজি টেকনিশিয়ান (ওএইচএসসি সহ): বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ইসিজি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ অথবা ইসিজি টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ : ৩৷
(৫) ডায়ালিসিস টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ডায়ালিসিস টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ সঙ্গে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ডায়ালিসিস টেকনোলজিতে গ্র্যাজুয়েট সঙ্গে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ২৷
(৬) ফার্মাসিস্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা পাশ অথবা ফার্মাসিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ : ৬৷
(৭) ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটবি টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ : ১২৷
(৮) পিএফটি টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর পালমোনারি ফাংশন টেস্ট টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ অথবা পালমোনারি ফাংশন টেস্ট টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ : ১৷
(৯) অপ্ঢোমেট্রিস্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর অপ্ঢোমেট্রিতে ২ বছরের ডিপ্লোমা পাশ অথবা অপ্ঢোমেট্রিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ : ২৷
(১০) ফ্লেবোটমিস্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি / ডিপ্লোমা পাশ অথবা অক্সিলারি নার্স মিডওয়াইফারি পাশ সঙ্গে নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর ফ্লেবোটমিতে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ শূন্যপদ : ২৷
(১১) ভ্যাক্সিনেটর: এএনএম / জিএনএম / বি.এসসি নার্সিং পাশ সঙ্গে নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ : ১৷
(১২) ডেন্টাল হাইজিনিস্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ডেন্টাল হাইজিনে ডিপ্লোমা পাশ অথবা ডেন্টাল হাইজিনে গ্র্যাজুয়েটৃ হতে হবে৷ শূন্যপদ : ১৷
(১৩) ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট /ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ডেন্টাল অ্যাসিস্ট্যান্স-এ ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ অথবা ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্সে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ১৷
স্টাইপেন্ড : নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড (ডায়ালিসি স্ট্রিমের বেলায় ১৭,৯৮০ টাকা) ও নলেজ অ্যান্ড স্কিল এনহ্যান্সমেন্ট অ্যালাওয়েন্স পাবেন৷ মাসে ২০ দিন বা তার বেশি উপস্থিত থাকলে দৈনিক ২৬০ টাকা ভাতা পাওয়া যাবে৷ মাসে ১৫ থেকে ১৯ দিন উপস্থিত থাকলে দৈনিক ১৩০ টাকা ভাতা পাওয়া যাবে৷ মাসে ১৫ দিনের কম উপস্থিত থাকলে কোনো ভাতা পাওয়া যাবে না৷ সব মিলিয়ে একজন প্রার্থী একমাসে সর্বাধিক ১৫,০২০ টাকা (ডায়ালিসিস স্ট্রিমের বেলায় ২৫,০০০ টাকা) পেতে পারেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.sailcareers.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের মূল কপিসহ স্বপ্রত্যয়িত প্রতিলিপি সঙ্গে নিয়ে ইন্টারভুিয়ের দিন সকাল ৯ টার মধ্যে উপস্থিত হতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==
Get details: Click Here