Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

450 APPRENTICE IN SOUTH EASTERN COALFIELDS LIMITED / সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে ৪৫০ অ্যাপ্রেন্টিস

Advt. No. SECL/BSP/HRD/APPRENTICES/21/4603

South Eastern Coalfields Limited (SECL) is inviting applications for recruitment to 450 posts of Graduate & Technician Apprentice.

Post: Graduate & Technician Apprentice

Total vacancy: 450 (Technician Apprentice: 310, Graduate Apprentice: 140 Posts)

Eligibility: Technician Apprentice – Full Time Diploma in Mining Engineering/ Mine Surveying, Graduate Apprentice – BE/B.Tech in Mining Engineering,. Candidates must get registered at the National Apprentice Training Scheme Web Portal (www.mhrdnats.gov.in).

Age limit: 18 years minimum as on 5th October, 2021

Stipend:  Technician Apprentice- Rs. 8000, Graduate Apprentice- Rs. 9000

Last date of online application: 5th October, 2021

………………..

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ৪৫০ জন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ বয়স : ৫ অক্টোবর, ২০২১-এর হিসেবে ১৮ বছরের মধ্যে হতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৫ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মাইনিং / মাইন সার্ভেয়িং) : মাইনিং ইঞ্জিনিয়ারিং / মাইন সার্ভেয়িং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে৷  শূন্যপদ : ৩১০ (জেনাঃ ১৫৬, তঃজাঃ ৭১, তঃউঃজাঃ ৪৩, ওবিসি ৪০)৷

(২) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (মাইনিং) : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ : ১৪০ (জেনাঃ ৭১, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ৩২, ওবিসি ১৮)৷

স্টাইপেন্ড : ১ বছরের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে আবেদনের জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ প্রার্থীকে প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ  পোর্টালে (www.mhrdnats.gov.in) গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে৷ তারপর সাউথ ইস্টার্ন কোলফিল্ডসকে এস্টাবলিসমেন্ট হিসেবে নির্বাচিত করে নির্দেশানুসারে দরখাস্ত পূরণ সম্পন্ন করার পর সাবমিট করতে হবে৷ এক কপি প্রিন্ট আউট করে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : আগে রেজিস্ট্রেশন করলে অগ্রাধিকারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ তারপর নথিপত্র যাচাই ও ডাক্তারী পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য www.secl-cil.in ওয়েবসাইট দেখুন৷

Official Website: www.secl-cil.in

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/south-eastern-coalfield.pdf

 

Share it :