Advt. No. 4/2022
Birla Industrial & Technological Museum, Kolkata invites applications for the following posts.
Post: Education Assistant ‘A’, Exhibition Assistant ‘A’, Technician ‘A’, Technical Assistant ‘A’ (Electronics)
Total Vacancy: 10
Eligibility: 10th with ITI, HS, B.Sc.
Age limit: 35 years (as on 13th June, 2022)
Total Emolument: Post wise & recruitment centre wise different.
Application Fee: Rs. 200 (Women/SC/ST/PWD/ESM candidates are exempted)
Last Date of Online Application: 13th June, 2022.
……………………………………………………
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, কলকাতা টেকনিশিয়ান ‘এ’, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ‘এ’, এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট ‘এ’, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘এ’ (ইলেকট্রনিক্স) পদে ১০ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৩ জুন, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ জুন, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) টেকনিশিয়ান ‘এ’: মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট শাখায় আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ দুই বছরের সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে এক বছর কাজের অভিজ্ঞতা ও এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৬৷ কারপেন্ট্রি- ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১), ইলেকট্রনিক্স- ১ (অসংরক্ষিত), ইলেকট্রিক্যাল- ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ নিয়োগ হবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (কলকাতা), নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার (শিলিগুড়ি), ডিসট্রিক্ট সায়েন্স সেন্টার, পুরুলিয়া-তে৷ মোট বেতন: বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম- ৩৩,৮৭৫ টাকা, নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার- ৩১,৪৭২ টাকা, ডিসট্রিক্ট সায়েন্স সেন্টার, পুরুলিয়া- ২৯,৬৭২ টাকা৷
(২) এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ‘এ’: ফিজিক্স এবং কেমিস্ট্রি, ম্যাথমেটিকস, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাসট্রনমি, জিয়োলজি, স্ট্যাটিস্টিকস-এর মধ্যে যে কোনো দুটি বিষয় সহ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে বা কেমিস্ট্রি এবং জুলজি, বটানি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি-এর মধ্যে যে কোনো দুটি বিষয় সহ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ইংরাজি ভাষা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে৷ স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার মিলবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ নিয়োগ হবে দিঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে (কলকাতা)৷ মোট বেতন: বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম- ৫১,৮৩৬ টাকা, দিঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প- ৪৪,১৬৮ টাকা৷
(৩) এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট ‘এ’: ভিস্যুয়াল আর্টস / ফাইন আর্টস / কমার্শিয়াল আর্টস বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, কলকাতা-তে৷ মোট বেতন: ৫১,৮৩৬ টাকা৷
(৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘এ’ (ইলেকট্রনিক্স): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, কলকাতা-তে৷ মোট বেতন: ৫১,৮৩৬ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.bitm.gov.in/recruitment ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে ১৬ জুন, ২০২২-এর মধ্যে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের দরখাস্ত ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণের সময় যাবতীয় আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি (২০০ কেবি সাইজের মধ্যে) এবং সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (১০০ কেবি সাইজের মধ্যে) ও সই (১০০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি/ জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.bitm.gov.in/recruitment
Official Notification: Click Here