Adv.No. –HAL/T&D/1614/2022-23/089
Hindustan Aeronautics Limited (HAL) is inviting applications for the following post.
Post: ITI Trade Apprentice
Total Vacancy: 455
Eligibility: Class X pass & ITI pass in relevant trades.
Training Period: 1 Year
Stipend: As per the Apprentices Act, 1961
Last Date of Online Application: 10th August, 2022.
……………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল), নাসিক আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪৫৫ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ আগস্ট, ২০২২-এর মধ্যে৷ যোগ্যতা: মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ফিটার: ১৮৬৷ (২) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ৮৮৷ (৩) ইলেকট্রিশিয়ান: ৬৬৷ (৪) টার্নার: ২৮৷ (৫) মেশিনিস্ট: ২৬৷ (৬) কার্পেন্টার: ৪৷ (৭) মেশিনিস্ট (গ্রিনডার) : ১০৷ (৮) ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ৬৷ (৯) ইলেকট্রনিকস মেকানিক: ৮৷ (১০) পেইন্টার (জেনারেল): ৭৷ (১১) শিট মেটাল ওয়ার্কার: ৪৷ (১২) মেকানিক (মোটর ভেহিকেল): ৪৷ (১৩) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): ৮৷ (১৪) স্টেনোগ্রাফার (ইংলিশ): ৬৷ (১৫) রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ৪৷ উল্লিখিত পদগুলিতে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি: www.apprenticeshipindia.gov.in পোর্টালে নাম নথিভুক্ত করে অনলাইনে দরখাস্ত করতে হবে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxzgWRNLScIz1NAq_zj-CMdiof8QCj5491LaDOd1Aq2k4xAg/viewform?usp=sf_link লিংকে প্রদত্ত গুগল ফর্ম পূরণ করার মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণ করার সময় মাধ্যমিকের সার্টিফিকেট ও আইটিআই-এর সমস্ত সেমেস্টার পরীক্ষার মার্কশিট জেপিজি / পিডিএফ / ডক্স / ডক ফরম্যাটে (১০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে, কমপক্ষে ১৫ সেমি× ১৫ সেমি) স্ক্যান করে এবং প্রার্থীর পাসপোর্ট ছবি ও সই জেপিজি / জেপিইজি / জিআইএফ / পিএনজি ফরম্যাটে (১০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে, কমপক্ষে ৩.৫ সেমি× ৪.৫ সেমি) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ নথিপত্র যাচাইয়ের সম্ভাব্য সময়কাল ১৬ আগস্ট, ২০২২ থেকে ৩১ আগস্ট, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য www.hal-india.co.in ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.hal-india.co.in
Official Notification: click here
Registration Link: Click Here
Apply Online: Click Here