Intelligence Bureau invites online application for the following post.
Post: Security Assistant / Motor Transport.
Total Vacancy: 455.
Eligibility: Matriculation with valid driving license.
Age Limit: within 27 years (as on 28/09/2025).
Pay scale: 21,700/- to 69,100/-.
Application Fee: Gen/ OBC/ EWS: Rs. 650; SC/ST/ PwD/ Female: Rs. 550
Last Date of Online Application: 28th September, 2025
……………………………………………………..
ইন্টেলিজেন্স ব্যুরোতে ৪৫৫ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো ৪৫৫ জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/মোটর ট্রান্সপোর্ট নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে৷ হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ১ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ মোটর মেকানিজমের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন: অনলাইনে দরখাস্ত করতে হবেwww.mha.gov.in বা www.ncs.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ পুরুষ জেনারেল প্রার্থী, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের অনলাইনে / অফলাইনে দরখাস্ত ফি ৬৫০ টাকা জমা দিতে হবে৷ অন্যান্য প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি ৫৫০ টাকা৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
Official Website: www.mha.gov.in, www.ncs.gov.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০ /৯ /২০২৫)।