Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

456 APRENTICES IN IOCL (NORTHERN REGION)

Advertisement No. IOCL/MKTG/NR/APPR/2024-25/1

Indian Oil Corporation Ltd.-Northern Region (MD) is inviting applications to engage Apprentices.

Post: Technician Apprentice, Trade Apprentice, Graduate Apprentice

Total Vacancy: 456

Eligibility: 12th/ITI/Diploma/Graduate.

Age limit: 18 years to 24 years as on 31/01/2025

Last Date of Online Application: 13/02/2025 till 11:55pm

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ৪৫৬ অ্যাপ্রেন্টিস

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের নর্দার্ন রিজিয়নের মার্কেটিং বিভাগে ৪৫৬ জন ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসগ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট।

বয়স: ৩১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

শূন্যপদ: ৪৫৬।

ট্রেনিং ও স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিসশিপ রুল অনুযায়ী স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার পূর্বে ট্রেড অ্যাপ্রেন্টিস-আইটিআই পদের প্রার্থীদের  http://www.apprenticeshipindia.gov.in, ট্রেড অ্যাপ্রেন্টিস-ডেটা এন্ট্রি অপারেটর পদের প্রার্থীদের http://www.apprenticeshipindia.gov.in, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-ডিপ্লোমা পদের প্রার্থীদের https://nats.education.gov.in/student_register.php, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদের https://nats.education.gov.in/student_register.php  ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ নাম নথিভুক্ত করার পর দরখাস্ত করতে হবে অনলাইনে www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে৷

Official Websitehttps://iocl.com

Official NotificationCLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৯/১/২০২৫)

Share it :

Leave a Reply