Advt No: 12949/GAD/EAT/2023/02
Bharat Electronics Limited requires the following personnel for its Ghaziabad Unit on permanent basis.
Post: Engineering Assistant Trainee, Technican C
Total vacancy: 46
Eligibility: Engineering Assistant Trainee- 3 years diploma engineering passed in relevant discipline. Technican C- SSLC + ITI + one year apprenticeship. National Apprenticeship Certificate in the relevant trade.
Age: 18 to 28 years (as on 01/01/2024).
Pay Scale: Post-wise different
Last Date of Online Application: 31/01/2024
—————————————————
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ৪৬ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ও টেকনিশিয়ান
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ও টেকনিশিয়ান সি পদে ৪৬ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২৪-এর মধ্যে৷
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সংশ্লিষ্ট ইঞ্জিয়িারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে বা : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) উচ্চমাধ্যমিক, আইটিআই ও ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকা আবশ্যক (পদ অনুযায়ী বিভিন্ন)৷
বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bel-india.in ওয়েবসাইটের মাধ্যমে৷
Official Website: www.bel-india.in
Official Notification: Click Here





