Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

46 VACANT POSTS IN DISTRICT COURT

Online applications are invited for recruitment of different categories of staff in the Purba Medinipur District Judge Office.

Post: English Stenographer, Lower Division Assistant, Process Server, Group-D.

Total vacancy: 46

Eligibility: Class VIII / Class X

Age: post wise different.

Pay Scale: post wise different

Application Fee: Rs. 700 – Rs. 800

Last Date of Online Application: 28/02/2025

জেলা আদালতে ৪৬ কর্মী

পূর্ব মেদিনীপুর জেলা আদালতে গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার প্রসেস সার্ভার পদে ৪৬ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা:অষ্টম শ্রেণি, মাধ্যমিক

বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷

শূন্যপদ: ৪৬।

বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://purbamedinipur.dcourts.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ গ্রুপ ডি পদের বেলায় দরখাস্ত ফি ৭০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) ও অন্যান্য পদের বেলায় দরখাস্ত ফি ৮০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৬০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷

Official website: https://purbamedinipur.dcourts.gov.in

Official notification: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৫/২/২০২৫)।

Share it :

Leave a Reply