Online applications are invited for recruitment of different categories of staff in the Purba Medinipur District Judge Office.
Post: English Stenographer, Lower Division Assistant, Process Server, Group-D.
Total vacancy: 46
Eligibility: Class VIII / Class X
Age: post wise different.
Pay Scale: post wise different
Application Fee: Rs. 700 – Rs. 800
Last Date of Online Application: 28/02/2025
জেলা আদালতে ৪৬ কর্মী
পূর্ব মেদিনীপুর জেলা আদালতে গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার ও প্রসেস সার্ভার পদে ৪৬ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা:অষ্টম শ্রেণি, মাধ্যমিক
বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷
শূন্যপদ: ৪৬।
বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://purbamedinipur.dcourts.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ গ্রুপ ডি পদের বেলায় দরখাস্ত ফি ৭০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) ও অন্যান্য পদের বেলায় দরখাস্ত ফি ৮০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৬০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷
Official website: https://purbamedinipur.dcourts.gov.in
Official notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৫/২/২০২৫)।