Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

465 APPRENTICES IN IOCL / ইন্ডিয়ান অয়েলে ৪৬৫ অ্যাপ্রেন্টিস

Advt. no. PL/HR/ESTB/APPR-2022

Indian Oil Corporation Limited invites online applications for the following posts at their pipelines division.

Post: Trade Apprentice, Technician Apprentice.

Total vacancy: 465.

Eligibility: post wise different.

Age limit: 18 t0 24 years as on 10/11/2022.

Stipend:  As per Government rules.

Last Date of Online Application: 30th November, 2022 till 6 pm.

…………………….

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তাদের পাইপলাইন বিভাগে ‘টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস’, ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’  ও ‘ডেটা এন্ট্রি অপারেটর’ পদে ৪৬৫ জন  ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – মেকানিক্যাল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) মেকানিক্যাল / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ১ বছরের আইটিআই পাশের পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷

(২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইলেক্ট্রিক্যাল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ১ বছরের আইটিআই পাশের পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷

(৩) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিয়ো কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ ১ বছরের আইটিআই পাশের পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷

(৪) ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) গ্র্যাজুয়েট হতে হবে৷

(৫) ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাকাউন্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) বি.কম পাশ হতে হবে৷

(৬) ডেটা এন্ট্রি অপারেটর – ফ্রেশার অ্যাপ্রেন্টিস: কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷

(৭) ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর (স্কিলড সার্টিফিকেট হোল্ডার): কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে ‘ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর’-এর স্কিল সার্টিফিকেট থাকতে হবে৷

রাজ্য অনুযায়ী শূন্যপদ: (ক) পশ্চিমবঙ্গ: মেকানিক্যাল (পোস্ট কোড ERWB01) – ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ইলেকট্রিক্যাল (পোস্ট কোড ERWB02) – ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন (পোস্ট কোড ERWB03) – ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ হিউম্যান রিসোর্স (পোস্ট কোড ERWB06) – ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ অ্যাকাউন্টস / ফিন্যান্স (পোস্ট কোড ERWB07) – ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ ডেটা এন্ট্রি অপারেটর (পোস্ট কোড ERWB09) – ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(খ) বিহার: মেকানিক্যাল – ৯৷ ইলেকট্রিক্যাল – ৯৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ৯৷ হিউম্যান রিসোর্স – ৩৷ অ্যাকাউন্টস / ফিন্যান্স – ৩৷ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর – ৩৷

(গ) অসম: মেকানিক্যাল – ৮৷ ইলেকট্রিক্যাল – ৮৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ৮৷ হিউম্যান রিসোর্স – ২৷ অ্যাকাউন্টস / ফিন্যান্স – ২৷

(ঘ) উত্তরপ্রদেশ: মেকানিক্যাল – ৬৷ ইলেকট্রিক্যাল – ৬৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ৬৷

(চ) হরিয়ানা: মেকানিক্যাল – ১৩৷ ইলেকট্রিক্যাল – ১১৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ৯৷ হিউম্যান রিসোর্স – ১৷ অ্যাকাউন্টস / ফিন্যান্স – ২৷ ডেটা এন্ট্রি অপারেটর – ২৷ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর – ২৷

(ছ) পঞ্জাব: মেকানিক্যাল – ৫৷ ইলেকট্রিক্যাল – ৫৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ২৷

(জ) উত্তরপ্রদেশ: মেকানিক্যাল – ৯৷ ইলেকট্রিক্যাল – ৯৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ৬৷

(ঝ) উত্তরাখণ্ড: মেকানিক্যাল – ২৷ ইলেকট্রিক্যাল – ২৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ২৷

(ঞ) রাজস্থান: মেকানিক্যাল – ১৷ ইলেকট্রিক্যাল – ১৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ১৷

(ট) হিমাচল প্রদেশ: মেকানিক্যাল – ১৷ ইলেকট্রিক্যাল – ১৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ১৷

(ঠ) ওড়িশা: মেকানিক্যাল – ১৩৷ ইলেকট্রিক্যাল – ১৩৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ১৩৷ হিউম্যান রিসোর্স – ৪৷ অ্যাকাউন্টস / ফিন্যান্স – ২৷ ডেটা এন্ট্রি অপারেটর – ২৷ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর – ১৷

(ড) ছত্তিশগড়: মেকানিক্যাল – ২৷ ইলেকট্রিক্যাল – ২৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ২৷

(ঢ) ঝাড়খণ্ড: মেকানিক্যাল – ১৷ ইলেকট্রিক্যাল – ১৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ১৷

(ণ) তামিলনাডু: মেকানিক্যাল – ৯৷ ইলেকট্রিক্যাল – ১০৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ৯৷ হিউম্যান রিসোর্স – ২৷ অ্যাকাউন্টস / ফিন্যান্স – ২৷ ডেটা এন্ট্রি অপারেটর – ১৷ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর – ১৷

(ত) কর্ণাটক: মেকানিক্যাল – ৩৷ ইলেকট্রিক্যাল – ২৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ২৷

(থ) গুজরাট: মেকানিক্যাল – ২৩৷ ইলেকট্রিক্যাল – ২১৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ২২৷ হিউম্যান রিসোর্স – ৮৷ অ্যাকাউন্টস / ফিন্যান্স – ৮৷ ডেটা এন্ট্রি অপারেটর – ৩৷ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর – ২৷

(দ) রাজস্থান: মেকানিক্যাল – ১৩৷ ইলেকট্রিক্যাল – ১১৷ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন – ১১৷ হিউম্যান রিসোর্স – ৩৷ অ্যাকাউন্টস / ফিন্যান্স – ৩৷ ডেটা এন্ট্রি অপারেটর – ১৷ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর – ১৷

ট্রেনিং ও স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) ও ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডের ট্রেনিং হবে ১৫ মাসের৷ ট্রেনিং চলাকালীন সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷

উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার পূর্বে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদের https://apprenticeshipindia.org  ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদের https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে নেবেন৷ নাম নথিভুক্ত করার পর দরখাস্ত করতে হবে অনলাইনে https://plapps.indianoil.in/ ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও সাদা কাগজে কালো কালিতে করা সই (১০ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, নথিপত্র যাচাইয়ের সময়ে এর প্রয়োজন হবে৷ ১ জন প্রার্থী যেকোনো একটি রাজ্যের একটি পদের জন্যই আবেদন করতে পারবেন, একাধিক দরখাস্ত করলে তা বাতিল করা হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ ডিসেম্বর ২০২২ তারিখে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: www.iocl.com

Get details: Click Here

 

Share it :