Advt. No. 01/2024
Border Roads Organization invites applications for the following posts in General Reserve Engineer Force.
Posts: Driver Mechanical Transport (OG), Draftsman, Operator Excavating Machinery, Turner, Driver Road Roller, Supervisor Administrator, Machinist.
Total Vacancy: 466
Eligibility: 10th/ITI/Certificate/Degree (Post-wise different)
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Receipt of Application: 30/12/2024
বর্ডার রোডস অর্গানাইজেশনে ৪৬৬ কর্মী
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশন-এর অধীনস্থ জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট, ড্রাফটসম্যান, অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি, টার্নার, ড্রাইভার রোড রোলার, সুপারভাইজার (অ্যাডমিনিস্ট্রেশন), মেশিনিস্ট পদে ৪৬৬ জন পুরুষ নিয়োগ করা হবে। দরখাস্ত পাঠানোর শেষ তারিখ ৩০ ডিসেম্বর, ২০২৪।
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট (ওজি): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ভারী মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক বা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ড্রাইভার প্ল্যান্ট মেকানিক্যাল ট্রান্সপোর্ট-এর ক্লাস-III কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪১৭ (জেনাঃ ২০৮, তঃজাঃ ৬১, তঃউঃজাঃ ৩৬, ওবিসি ৬১, আর্থিকভাবে অনগ্রসর ৫১)৷
(২) ড্রাফটসম্যান: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে আর্কিটেকচার / ড্রাফটসম্যানশিপ বিষয়ে ২ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে অথবা ড্রাফটসম্যানশিপ (সিভিল) ট্রেডে ২ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৯, জেনাঃ-ব্যাকলগ ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৩) অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি (ওজি): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ভারী মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স বা ডোজার / এক্সক্যাভেটর চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ছয় মাস ডোজার / এক্সক্যাভেটর চালানোর অভিজ্ঞতা বা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারির ক্লাস-III কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮ (তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১৪)৷
(৪) টার্নার: মাধ্যমিক পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিটিভিটি স্বীকৃত আইটিআই / ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট বা ১ বছরের কাজের অভিজ্ঞতা-সহ ডিফেন্স ট্রেড সার্টিফিকেট বা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী টার্নার ক্লাস-II কোর্স পাশ হতে হবে। বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৫) ড্রাইভার রোড রোলার (ওজি): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ভারী মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স বা রোড রোলার চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ছয় মাস রোড রোলার চালানোর অভিজ্ঞতা থবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ড্রাইভার প্ল্যান্ট অ্যান্ড মেকানিক্যাল ট্রান্সপোর্ট-এর ক্লাস-II কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ-ব্যাকলগ ১, তঃউঃজাঃ-ব্যাকলগ ১)৷
(৬) সুপারভাইজার (অ্যাডমিনিস্ট্রেশন): ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে ন্যাশনাল ক্যাডেট কোর ‘বি’ সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৭) মেশিনিস্ট: মেশিনিস্ট পদের যোগ্যতা: মাধ্যমিক পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিটিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট বা ১ বছরের কাজের অভিজ্ঞতা-সহ ডিফেন্স ট্রেড সার্টিফিকেট বা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী মেশিনিস্ট / টার্নার ক্লাস-II কোর্স পাশ হতে হবে। বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
সব পদের শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি, ওজন কমপক্ষে ৫০ কেজি ও বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে ৭৫ সেমি (৫ সেমি প্রসারণক্ষম) হতে হবে৷ পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৫২ সেমি ও ওজন কমপক্ষে ৪৭.৫ কেজি হতে হবে৷ উভয় চোখে দৃষ্টিশক্তি কমপক্ষে ৬/১২ হতে হবে বা দৃষ্টিশক্তি হতে হবে ডান চোখে ৬/৬ ও বাম চোখে ৬/২৪৷
পদ অনুযায়ী বেতনক্রম: (১) ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ (২) ড্রাফটসম্যান: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ (৩) অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ (৪) টার্নার: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ (৫) ড্রাইভার রোড রোলার: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ (৬) সুপারভাইজার (অ্যাডমিনিস্ট্রেশন): ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ (৭) মেশিনিস্ট: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
আবেদনের পদ্ধতি: www.marvels.bro.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী এ-ফোর কাগজে দরখাস্ত করতে হবে৷ অনলাইনে ৫০ টাকা দরখাস্ত ফি জমা করতে হবে https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=1232156 লিংকের মাধ্যমে৷ তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৪ সেমি × ৫ সেমি) নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে সই করতে হবে ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত এবং বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, জন্ম প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF ______ Category UR/SC/ST/OBC/EWS/ESM/CPL, WEIGHTAGE PERCENTAGE IN ESSENTIAL QUALIFICATION ____________” লিখে পাঠাতে হবে এই ঠিকানায় -To Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015৷
Official Website: www.marvels.bro.gov.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭/১১/২০২৪)।





