Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

DDA HIRING 279 EMPLYEES / দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে ২৭৯ কর্মী

Advertisement No. 03/2022/Rectt. Cell/Pers,/DDA

Delhi Development Authority is inviting applications for the following posts.

Posts: Junior Engineer, Assistant Director, Programmer, Junior Translator (Official Language) and Planning Assistant.

Total Vacancy: 279

Eligibility:

Assistant Director (Landscape) – Post-Graduation Diploma in Land Scape Architecture. Degree in Architecture from recognized University/ Institution or equivalent. OR Bachelor’s Degree in Botany OR Agriculture or Horticulture
from a recognized University/ Institution. At least one-year of experience in Landscape Planning in responsible capacity.

Junior Engineer  – Diploma in relevant field

Programmer – Engineering Degree in Computer Science/Computer Engineering/Electronics from a recognized university or Engineering College/ institute. OR Master Degree in Computer Science/Computer Application from a
recognized University, Engineering College/Institute. OR Should have passed ‘B’ Level examination from the Deptt. Of Electronics Accreditations of Computer Course (DOEACC). One year of experience in Software Development, RDBMS and Data Processing.

Junior Translator (Official Language) – Master’s Degree from a recognized University or equivalent in Hindi with English as a subject at the Degree Level; OR Master’s Degree from recognized University or equivalent in English with Hindi as a subject at the Degree Level; AND Recognized Diploma/Certificate Course in translation from Hindi to English and vice-versa or two years’ experience of translation work from Hindi to English and vice-versa in Central/State Government offices / Public Sector Undertaking/ Autonomous bodies.

Planning Assistant – Bachelor’s Degree in Planning/ Architecture from a recognized University /Institute or equivalent.

Age limit: Assistant Director (Landscape) – 35 years, Junior Engineer – 18 to 27 years, Programmer, Junior Translator, Planning Assistant – 30 years

Pay level: Assistant Director (Landscape) – Level 10, Junior Engineer, Junior Translator, Programmer – Level 6, Planning Assistant – Level 7.

Application fee: Rs. 1000 (Women, Schedule Caste, Schedule Tribe, PwBD & Exserviceman category are exempted.)

Last Date of Application: 10th July till 6pm

…………………………………….

দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল), প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রামার, জুনিয়র ট্রান্সলেটর (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ল্যান্ডস্কেপ) পদে ২৭৯ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ জুলাই, ২০২২ সন্ধ্যা ৬ টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা সমতুল পাশ হতে হবে৷ বয়স:  ১০ জুলাই, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ:  ২২০ (জেনাঃ ৯২, তঃজাঃ ৩২, তঃউঃজাঃ ১৬, ওবিসি ৫৮, আর্থিকভাবে অনগ্রসর ২২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৮টি পদ সংরক্ষিত রয়েছে৷  বেতনক্রম: লেভেল ৬৷

(২) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল):  ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা সমতুল পাশ হতে হবে৷ বয়স:  ১০ জুলাই, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ:  ৩৫ (জেনাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷  এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম: লেভেল ৬৷

(৩) প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট: প্ল্যানিং / আর্কিটেকচার বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  বয়স:  ১০ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম: লেভেল ৭৷

(৪) প্রোগ্রামার: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ বা কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা ডিওইএসিসি থেকে ‘বি’ লেভেল এক্সামিনেশন পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর

কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স:  ১০ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ:  ২ (ওবিসি)৷  বেতনক্রম: লেভেল ৬৷

(৫) জুনিয়র ট্রান্সলেটর (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ): ডিগ্রি লেভেলে ইংরাজি অন্যতম একটি বিষয় হিসেবে নিয়ে হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা ডিগ্রি লেভেলে হিন্দি অন্যতম একটি বিষয় হিসেবে নিয়ে ইংরাজি বিষয়ে  মাস্টার ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে হিন্দি থেকে ইংরাজি ও ইংরাজি থেকে হিন্দি অনুবাদে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে বা হিন্দি থেকে ইংরাজি ও ইংরাজি থেকে হিন্দি অনুবাদের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স:  ১০ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম: লেভেল ৬৷

(৬) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ল্যান্ডস্কেপ): ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ আর্কিটেকচার বিষয়ে ডিগ্রি পাশ বা বটানি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ বা এগ্রিকালচার / হর্টিকালচার বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷   বয়স:  ১০ জুলাই, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১০৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.dda.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ অনলাইনে ১০০০ টাকা দরখাস্ত ফি জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি (৪.৫ সেমি× ৩.৫ সেমি) ও কালো কালিতে করা সই জেপিজি/ জেপিইজি ফরম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল), প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রামার পদের বেলায় সিঙ্গল স্টেজ অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ জুনিয়র ট্রান্সলেটর (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ) পদের বেলায় টু স্টেজ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ল্যান্ডস্কেপ) পদের বেলায় সিঙ্গল স্টেজ অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্ঢেম্বর, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.dda.gov.in

Official Notification: Click Here

Apply online: Click Here

 

Share it :