Memo. No. : 3054
District Health & Family Welfare Samity, Bankura invites applications from eligible candidates for the following posts.
Post: Block Epidemiologist, Block Public Health Manager, Block Data Manager, Laboratory Technician, Counsellor, Medical Officer, Nurse, Community Health Assistant, Specialist Medical Officer.
Total vacancy: 47.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Submit Application : 28th July, 2022 till 4:30 pm.
……………………………
বাঁকুড়া জেলার স্বাস্থ্য দপ্তরে ব্লক এপিডেমিয়োলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কাউন্সেলর পদে ৪৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৮ জুলাই, ২০২২ বিকেল সাড়ে ৪টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ব্লক এপিডেমিয়োলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিয়োলজিতে এম.এসসি পাশ অথবা বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ পিএইচ.ডি / এম.ফিল বা পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর),কম্পিউটার টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷
(২) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্সে বি.এসসি পাশ সঙ্গে ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ লাইফ সায়েন্সে এম.এসসি পাশ ও পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর),কম্পিউটার টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷
(৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ল্যাবরেটরি টেকনিক / মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৪০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷
(৪) ব্লক ডেটা ম্যানেজার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ কোনো সরকারি ক্ষেত্রে ৩ বছর বা বেসরকারি ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৩০ নম্বর) ও কম্পিউটার টেস্টের (৭০ নম্বর) মাধ্যমে৷
(৫) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১) ৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷
(৬) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার-মেডিসিন, পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও: এমবিবিএস পাশ ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে স্পেশালিস্ট ডিগ্রি থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (মেডিসিন – ১, পেডিয়াট্রিক্স – ১, জিঅ্যান্ডও – ১) ৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷
(৭) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার-অপথ্যালমোলজিস্ট: এমবিবিএস পাশ ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে স্পেশালিস্ট ডিগ্রি থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷
(৮) স্টাফ নার্স: জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) ভিত্তিতে৷
(৯) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আরবান: এএনএম / জিএনএম পাশ এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও বাংলা ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) ভিত্তিতে৷
(১০) স্টাফ নার্স: জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) ভিত্তিতে৷
(১১) কাউন্সেলর: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / অ্যানথ্রোপোলজি / হিউম্যান ডেভেলপমেন্ট / সোশিয়োলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (১০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in বা www.bankura.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ টাকা) এনইএফটি’র মাধ্যমে এই অ্যাকাউন্টে জমা দিতে হবে -District Health & Family Samity, Bankura A/c Construction, Account No. 0193013133910, IFSC – PUNB0019320, Punjab National Bank, Bankura Branch’৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে —To the office of the Chief Medical Officer of Health, Bankura, Tamlibandh, Patpur Road, Post + Dist. Bankura, PIN – 722101৷ খামের উপর আবেদন করা পদের নাম ও তার সিরিয়াল নম্বর লিখতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.wbhealth.gov.in/pages/career
Get details: Click Here