Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

48 APPRENTICES IN DRDO-DGRE / প্রতিরক্ষা সংস্থায় ৪৮ অ্যাপ্রেন্টিস

Defence Geoinformatics Research Establishment (DGRE), Chandigarh a premier Laboratory under aegis of Defence Research and Development Organization (DRDO), is inviting applications to recruit apprentices at its Headquarters, RDCs (Research Development Centre) and MMCs (Mountain Met Centre) for one year.

Posts: ITI Apprentice (COPA, Hardware and Networking, Draughtsman, Surveyor civil, Geo Informatics Asstt, Instrument Mechanics, Secretarial Assistant , Draughtsman Civil), Diploma Apprentice (Civil/Computer Science/Electronics), Graduate Apprentice (Physics, Maths/Statistics)

Total Vacancy: 48

Eligibility: Passed ITI/Diploma/Graduation in relevant trades in 2018,2019,2020.

Training period: 1 year

Stipend: ITI Apprentice- Rs. 7000 , Diploma Apprentice- Rs. 8000 , Graduate Apprentice- Rs. 9000.

Last date for receipt of the application: 14th October, 2021

……………………….

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর সহযোগী সংস্থা ডিফেন্স জিয়োইনফরম্যাটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট (ডিজিআরই) আইটিআই অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ৪৮ জন কর্মী নিয়োগ করবে৷ নিয়োগ হবে সংস্থার প্রধান কার্যালয়, রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) ও মাউন্টেন মেট সেন্টারে (এমএমসি)৷  ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে আইটিআই/ ডিপ্লোমা / গ্র্যাজুয়েট পাশ করা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ দরখাস্ত পাঠাতে হবে ১৪ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷

ইউনিট অনুযায়ী যোগ্যতা ও শূন্যপদ : (ক) ডিজিআরই, চন্ডীগড় – অ্যাপ্রেন্টিস ক্যাটেগরি – (১) আইটিআই অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : কোপা – ৬, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং – ১, ড্রাফটসম্যান – ২, সার্ভেয়র সিভিল – ২, জিয়োইনফরম্যাটিক্স অ্যাসিস্ট্যান্ট – ১, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স – ১, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট – ৩৷ (২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : সিভিল ইঞ্জিনিয়ারিং – ১, কম্পিউটার সায়েন্স – ৪, ইলেকট্রনিক্স – ১৷

(খ) ডিজিআরই, আরডিসি মানালি (হিমাচল প্রদেশ) – অ্যাপ্রেন্টিস ক্যাটেগরি – (১) আইটিআই অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : কোপা – ৫, ড্রাফটসম্যান সিভিল – ১, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট – ২, জিয়োইনফরম্যাটিক্স অ্যাসিস্ট্যান্ট – ১, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স – ১, সার্ভেয়র সিভিল – ১, ড্রাফটসম্যান – ১৷ (২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : সিভিল ইঞ্জিনিয়ারিং – ১, কম্পিউটার সায়েন্স – ৪৷ (৩) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে গ্র্যাজুয়েট হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : ফিজিক্স – ১, ম্যাথস / স্ট্যাটিস্টিক্স – ১৷

(গ) আরডিসি, তেজপুর (অসম) – অ্যাপ্রেন্টিস ক্যাটেগরি – ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : ইলেকট্রনিক্স – ২৷

(ঘ) এমএমসি, আউলি (উত্তরাখন্ড) – অ্যাপ্রেন্টিস ক্যাটেগরি – ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : কম্পিউটার সায়েন্স – ২৷

(ঙ) এমএমসি, শ্রীনগর (জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল) – অ্যাপ্রেন্টিস ক্যাটেগরি – ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : কম্পিউটার সায়েন্স – ২৷

(চ) এমএমসি, সাসোমা (লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল) – অ্যাপ্রেন্টিস ক্যাটেগরি – ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : কম্পিউটার সায়েন্স – ১৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ১ বছরের ট্রিনিং পিরিয়ডে আইটিআই অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৭,০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.drdo.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ আবেদনের পূর্বে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের www.mhrdants.gov.in ওয়েবসাইটে ও আইটিআই প্রার্থীদের www.apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশনুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে আনুষঙ্গিক যাবতীয় নথিপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার ওপর ট্রেডের নাম লিখে পাঠাতে হবে এই ঠিকানায় —To The Director, Defence Geoinformatics Research Establishment (DGRE), Him Parisar, Plot No. 01, Sector 37A, Chandigarh (UT) – 160036৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitehttp://www.drdo.gov.in

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/drdo-dgre.pdf

Share it :