Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

48 ASSISTANT PROFESSORS VACANCY IN SRI GURU NANAK DEV KHALSA COLLEGE / শ্রী গুরু নানক দেব খালসা কলেজে ৪৮ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

Advt. No.  SGNDKC/ADMN/2022/TS/01

Sri Guru Nanak Dev Khalsa College invites online applications for the following post.

Post: Assistant Professor.

Total vacancy: 48.

Eligibility: either (A) or (B)

A.(1) A Master’s degree with 55% marks (or an equivalent grade in a point-scale wherever the grading system is followed) in a concerned/relevant/allied subject from an Indian University, or an equivalent degree from an accredited foreign University. (2) Besides fulfilling the above qualifications, the candidate must have cleared the National Eligibility Test (NET) conducted by the UGC or the CSIR (exemption from NET shall be granted in accordance with clause (ii) and (iii) of General Note)

Or

  1. The Ph.D. degree has been obtained from a foreign University/Institution with a ranking among top 500 in the World University Ranking (at any time) by any one of the following: (i) Quacquarelli Symonds (QS) (ii) The Times Higher Education (THE) or (iii) The Academic Ranking Of World Universities (ARWU) of the Shanghai Jiao Tong University (Shanghai).

Pay Scale: 57,700/- and other allowances.

Last Date of Online Application: 26th November, 2022.

………………………………

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্রী গুরু নানক দেব খালসা কলেজ ৪৮ জন ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ নভেম্বর, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও ইউজিসি / সিএসআইআর আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাশ করতে হবে৷ ১১ জুলাই, ২০০৯ এর আগে যারা এম.ফিল বা পিএইচ.ডি ডিগ্রি পাশ করেছে তাদের বেলায় নেট পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক নয়৷ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে প্রথম ৫০০ স্থানে থাকা কোনো বিদেশী বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে পিএইচ.ডি লাভ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন৷

বিষয় অনুযায়ী শূন্যপদ: কমার্স – ১৮ (অসংরক্ষিত)৷ ইকোনমিক্স- ৪ (অসংরক্ষিত)৷ ইংলিশ – ৫ (জেনাঃ ৪, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ এনভায়রনমেন্টাল সায়েন্স – ১ (অসংরক্ষিত)৷ হিন্দি – ৪ (অসংরক্ষিত)৷ হিস্ট্রি- ৪ (অসংরক্ষিত)৷ ম্যাথমেটিক্স – ৫ (অসংরক্ষিত)৷ ফিজিক্যাল এডুকেশন – ১ (অসংরক্ষিত)৷ পলিটিক্যাল সায়েন্স – ৩ (অসংরক্ষিত)৷ পঞ্জাবি – ৩ (অসংরক্ষিত)৷

বেতনক্রম: ৫৭,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://colrec.du.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷  তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন এই দু’টি ওয়েবসাইট https://colrec.du.ac.in, www.sgndkc.org৷

Official website: https://www.sgndkc.org/sk/page.php?page=vacancies

Get details: Click Here

 

 

Share it :