Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

48 EMPLOYEES IN JABALPUR CANTONMENT BOARD  / জব্বলপুর ক্যান্টনমেন্টে ৪৮ কর্মী নিয়োগ

Jabalpur Cantonment Board invites applications for the following posts.

Post: Sanitary Inspector, Junior Clerk, Assistant Teacher, Electrician, Pipe Fitter, Motor Pump Attendant, Chowkidar, Peon, Mali, Ayah, Safaiwala.

Vacancy: 48

Eligibility: 8th/ 12th / Graduate (post-wise different)

Age limit: 21-30 years as on 8/1/2023

Salary: post wise different.

Application Fee: Rs. 800 (Reserve category candidates are exempted).

Last Date of Online Application: 8/1/2023

…………………….

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ক্যান্টনমেন্ট বোর্ড, জব্বলপুর সাফাইওয়ালা, অ্যাসিস্ট্যান্ট টিচার, স্যানিটারি ইন্সপেক্টর, মালি, চৌকিদার, পিওন, আয়া ও জুনিয়র ক্লার্ক, ইলেক্ট্রিশিয়ান, পাইপ ফিটার, মোটর পাম্প অ্যাটেনড্যান্ট পদে ৪৮ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৮ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ৮ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সাফাইওয়ালা: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১৩, তঃউঃজাঃ ১১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতনক্রম: ১৫,৫০০ টাকা থেকে ৪৯,০০০ টাকা৷

(২) অ্যাসিস্ট্যান্ট টিচার: গ্র্যাজুয়েশন ও বিএড পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২৫,৩০০ টাকা থেকে ৮০,৫০০ টাকা৷

(৩) স্যানিটারি ইন্সপেক্টর:  বিএসসি ও ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টর ট্রেনিং কোর্স পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২৮,৭০০ টাকা থেকে ৯১,৩০০ টাকা৷

(৪) মালি:  অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷  বেতনক্রম: ১৫,৫০০ টাকা থেকে ৪৯,০০০ টাকা৷

(৫) চৌকিদার: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ১৫,৫০০ টাকা থেকে ৪৯,০০০ টাকা৷

(৬) পিওন: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ১৫,৫০০ টাকা থেকে ৪৯,০০০ টাকা৷

(৭) আয়া: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৫,৫০০ টাকা থেকে ৪৯,০০০ টাকা৷

(৮) জুনিয়র ক্লার্ক:  উচ্চমাধ্যমিক, কম্পিউটার ডিপ্লোমা এবং হিন্দি ও ইংরাজি টাইপিং কোর্স পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৩০০ টাকা থেকে ৮০,৫০০ টাকা৷

(৯) ইলেক্ট্রিশিয়ান: উচ্চমাধ্যমিক ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৩০০ টাকা থেকে ৮০,৫০০ টাকা৷

(১০) পাইপ ফিটার: উচ্চমাধ্যমিক ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৫০০ টাকা থেকে ৬২,০০০ টাকা৷

(১১) মোটর পাম্প অ্যাটেনড্যান্ট: উচ্চমাধ্যমিক ও ইলেক্ট্রিশিয়ান / ওয়্যারম্যান ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৫০০ টাকা থেকে ৬২,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.mponline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৮০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বরসহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitewww.mponline.gov.in

Official Notification: Click Here

Share it :