Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

48 FACULTY POSTS IN INDIRA GANDHI DELHI TECHNICAL UNIVERSITY FOR WOMEN দিল্লিতে ৪৮ অধ্যাপক নিয়োগ

Online Applications are invited for the following posts.

Post: Professor, Associate Professor, Assistant Professor.

Total vacancy: 48

Eligibility: Post  wise different.

Age limit: Post  wise different.

Pay scale:  Post  wise different.

Application Fee:  1000/_.

Last date of online application: 4 October, 2021.

…………………………………………………………

ইন্দিরা গান্ধী দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি ফর উইমেন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৪৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ অক্টোবর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) প্রফেসর, ইনফরমেশন টেকনোলজি: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৩ বছর অ্যাসোসিয়েট প্রফেসর পদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন ও সুপারভাইজর / কো-সুপারভাইজর হিসেবে ২টি পিএইচ.ডি গাইডের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ১০টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে৷ বয়স: ৫৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা৷

(২) প্রফেসর, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৩ বছর অ্যাসোসিয়েট প্রফেসর পদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন ও সুপারভাইজর / কো-সুপারভাইজর হিসেবে ২টি পিএইচ.ডি গাইডের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ১০টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে৷ বয়স: ৫৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা৷

(৩) প্রফেসর, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৩ বছর অ্যাসোসিয়েট প্রফেসর পদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন ও সুপারভাইজর / কো-সুপারভাইজর হিসেবে ২টি পিএইচ.ডি গাইডের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ১০টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে৷ বয়স: ৫৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা৷

(৪) প্রফেসর, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৩ বছর অ্যাসোসিয়েট প্রফেসর পদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন ও সুপারভাইজর / কো-সুপারভাইজর হিসেবে ২টি পিএইচ.ডি গাইডের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ১০টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে৷ বয়স: ৫৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা৷

(৫) প্রফেসর, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৩ বছর অ্যাসোসিয়েট প্রফেসর পদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন ও সুপারভাইজর / কো-সুপারভাইজর হিসেবে ২টি পিএইচ.ডি গাইডের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ১০টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে৷ বয়স: ৫৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা৷

(৬) প্রফেসর, ইংলিশ: সংশ্লিষ্ট শাখায় পিএইচ.ডি ডিগ্রি ও ১০টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে৷ ১২০ রিসার্চ স্কোর থাকতে হবে৷ শিক্ষকতার কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৫৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা৷

(৭) অ্যাসোসিয়েট প্রফেসর, ইনফরমেশন টেকনোলজি: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ২ বছর পিএইচ.ডি ডিগ্রি লাভের পর অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে বয়স: ৫০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১,৩১,৪০০ টাকা থেকে ২,১৭,১০০ টাকা৷

(৮) অ্যাসোসিয়েট প্রফেসর, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ২ বছর পিএইচ.ডি ডিগ্রি লাভের পর অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে বয়স: ৫০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৪ (তঃজাঃ ১, ওবিসি ৩)৷ বেতনক্রম: ১,৩১,৪০০ টাকা থেকে ২,১৭,১০০ টাকা৷

(৯) অ্যাসোসিয়েট প্রফেসর, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ২ বছর পিএইচ.ডি ডিগ্রি লাভের পর অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে বয়স: ৫০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ১,৩১,৪০০ টাকা থেকে ২,১৭,১০০ টাকা৷

(১০) অ্যাসোসিয়েট প্রফেসর, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ২ বছর পিএইচ.ডি ডিগ্রি লাভের পর অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে বয়স: ৫০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১,৩১,৪০০ টাকা থেকে ২,১৭,১০০ টাকা৷

(১১) অ্যাসোসিয়েট প্রফেসর, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ২ বছর পিএইচ.ডি ডিগ্রি লাভের পর অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ৬টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে বয়স: ৫০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১,৩১,৪০০ টাকা থেকে ২,১৭,১০০ টাকা৷

(১২) অ্যাসোসিয়েট প্রফেসর, ম্যাথমেটিক্স: সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষকতা / গবেষণার কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ৭টি রিসার্চ পাবলিকেশন ও ৭৫ রিসার্চ স্কোর থাকতে হবে৷ বয়স: ৫০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ১,৩১,৪০০ টাকা থেকে ২,১৭,১০০ টাকা৷

(১৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইনফরমেশন টেকনোলজি: সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ও এম.ই / এম.টেক / এম.এসসি ডিগ্রি থাকতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি, রিসার্চ পাবলিকেশন ও শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা৷

(১৪) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং: সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ও এম.ই / এম.টেক / এম.এসসি ডিগ্রি থাকতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি, রিসার্চ পাবলিকেশন ও শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা৷

(১৫) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং: সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ও এম.ই / এম.টেক / এম.এসসি ডিগ্রি থাকতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি, রিসার্চ পাবলিকেশন ও শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৪ (তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা৷

(১৬) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফিজিক্স: সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ নেট / স্লেট / সেট পাশ বা পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা৷

(১৭) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেমিস্ট্রি: সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ নেট / স্লেট / সেট পাশ বা পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.igdtuw.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.igdtuw.ac.in/

Get Detailshttps://www.igdtuw.ac.in/Updates.php?nid=1321

Share it :