Advt. No. 03/2022
Coal India Limited invites application for the following post.
Post: Management Trainee.
Total vacancy: 481
Eligibility: Degree, PG, PG Diploma/ Degree (Relevant Discipline)
Age Limit: 30 year (as on 31/05/2022).
Pay Scale: Rs. 50,000 – Rs. 1,60,000
Last Date of Online Application: 8th August, 2022.
…………………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৪৮১ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩১ মে, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ জুলাই, ২০২২ থেকে ৭ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) পার্সোনেল অ্যান্ড এইচআর (পোস্ট কোড ১১): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) গ্র্যাজুয়েট হতে হবে এবং এইচআর/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / পার্সোনেল ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশালাইজেশন সহ কমপক্ষে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / পিজি ডিপ্লোমা / পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট বা এমএইচআরওডি বা এমবিএ বা এইচআর (মেজর) বিষয়ে স্পেশালাইজেশন সহ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৩৮ (জেনাঃ ৬০, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ৮, ওবিসি-এনসিএল ৩৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৪)৷
(২) এনভায়রনমেন্ট (পোস্ট কোড ১২): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও পিজি ডিগ্রি / ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬৮ (জেনাঃ ৩০, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি-এনসিএল ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷
(৩) মেটিরিয়ালস ম্যানেজমেন্ট (পোস্ট কোড ১৩): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ এবং ২ বছরের ফুল টাইম এমবিএ / পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১১৫ (জেনাঃ ৫৩, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৮, ওবিসি-এনসিএল ২৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১)৷
(৪) মার্কেটিং অ্যান্ড সেলস (পোস্ট কোড ১৪): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ডিগ্রি পাশ এবং ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ এবং মার্কেটিং (মেজর) বিষয়ে স্পেশালাইজেশন সহ ২ বছরের ফুল টাইম এমবিএ / পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৭ (জেনাঃ ১০, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(৫) কমিউনিটি ডেভেলপমেন্ট (পোস্ট কোড ১৫): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কমিউনিটি ডেভেলপমেন্ট / রুরাল ডেভেলপমেন্ট / কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস / আর্বান অ্যান্ড রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট / রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট / ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট / রুরাল ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / কমপক্ষে ২ বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কমিউনিটি ডেভেলপমেন্ট / রুরাল ডেভেলপমেন্ট / কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস / আর্বান অ্যান্ড রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট / রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট / ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বিষয় সহ ২ বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক পাশ হতে হবে৷ শূন্যপদ: ৭৯ (জেনাঃ ৩৩, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ২১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷
(৬) লিগ্যাল (পোস্ট কোড ১৬): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ৩ বছর / ৫ বছরের গ্র্যাজুয়েট ইন ল পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫৪ (জেনাঃ ২১, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷
(৭) পাবলিক রিলেশনস (পোস্ট কোড ১৭): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) জার্নালিজম / মাস কমিউনিকেশন / পাবলিক রিলেশনস বিষয়ে ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷
(৮) কোম্পানি সেক্রেটারি (পোস্ট কোড ১৮): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও আইসিএসআই-এর অ্যাসোসিয়েট/ ফেলো মেম্বারশিপ সহ কোম্পানি সেক্রেটারি যোগ্যতা প্রাপক হতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১)৷
বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.coalindia.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও কালো কালিতে করা সই জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১১৮০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.coalindia.in
Official Notification: click here