Advt. No. 02/2022
Indian Navy invites applications for the following posts.
Post: Staff Nurse, Library & Information Assistant, Civilian Motor Driver.
Total vacancy: 49. Staff Nurse: 3, Library & Information Assistant: 6, Civilian Motor Driver: 40.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date for Submit Application : 1st October, 2022.
…………………………….
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন মুম্বইয়ের হেডকোয়ার্টার ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডে সিভিলিয়ান মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স পদে ৪৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিভিলিয়ান মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), গ্রুপ সি: কোনো স্বীকৃত বোর্ড / প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ফার্স্ট লাইন মেন্টেন্যান্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে৷ মোটর সাইকেল ও ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ ভারি যান চালানোর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪০ (জেনাঃ ১৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি / স্বশাসিত সংস্থা / বিশ্ববিদ্যালয় / শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৩) স্টাফ নার্স (পূর্বতন নার্স / সিভিলিয়ান সিস্টার), গ্রুপ বি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো হাসপাতালে নার্স হিসেবে ট্রেনিং নেওয়ার সার্টিফিকেট থাকতে হবে৷ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা আবশ্যক৷ হিন্দি বা স্থানীয় ভাষা জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে একটি ‘A’ ফোর মাপের কাগজে হাতে লিখে বা টাইপ করে নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ ২ কপি অতিরিক্ত পাসপোর্ট মাপের ছবির পেছনে সই করে দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে৷ পাসপোর্ট মাপের ছবি নীল রঙের ব্যাকগ্রাউন্ডে তুলতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও নিজের নাম-ঠিকানা লেখা ২৩× ১৩ সেমি মাপের একটি খাম (৪৫ টাকার ডাকটিকিট লাগানো) জমা দিতে হবে – বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Flag Officer Commanding in Chief (for CCPO), Headquarters, Western Naval Command, Ballard Estate, Near Tiger Gate, Mumbai – 400001৷ খামের উপর লিখতে হবে ‘Application for the post of ………………. and Category ……… (UR/SC/ST/OBC/EWS/ESM)”৷ অতিরিক্ত তথ্যের জন্য www. indiannavy.nic.in ওয়েবসাইট দেখুন৷
Official website: www.indiannavy.nic.in
Get details: Click Here