Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

49 TECHNICAL STAFFS IN RITES

RITES Ltd. is inviting online applications for the following posts.

Post: Senior Technical Assistant, Technical Assistant.

Total vacancy: 49. Senior Technical Assistant: 30, Technical Assistant: 19.

Eligibility: Diploma Engineering.

Age limit: 40 years (as on 23/08/2025).

Salary: Rs. 29,735/-.

Last date of online application: 23rd August, 2025.

………………………………………………….

রাইটস লিমিটেডে ৪৯ অ্যাসিস্ট্যান্ট

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৪৯ জন ছেলেমেয়ে নিয়োগ করার দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: সিভিল / মেটালার্জিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় ৪৫ শতাংশ) পূর্ণ সময়ের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৩ আগস্ট, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইে www.rites.com ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

Official Website: https://rites.com/Career

Official Notification: Click here

Click here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৬ /৮ /২০২৫)

Share it :

Leave a Reply