Bharat Dynamics Limited invites online applications for the following posts.
Post: Management Trainees, Assistant Manager, Senior Manager, Deputy General Manager.
Total vacancy: 49.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Pay scale: post wise different.
Last Date of Online Application: 21st February, 2025 till 4 pm
……………………………………………………………………………………………………………….
ভারত ডায়নামিক্স লিমিটেডে ৪৯
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ডায়নামিক্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে ৪৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ ফেব্রুয়ারি, ২০২৫ বিকেল ৪টার মধ্যে৷
যোগ্যতা: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা সাইবার সিকিউরিটি শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক বা এম.ই / এম.টেক পাশ হতে হবে অথবা কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক হতে হবে সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে — ইসি কাউন্সিল থেকে সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার, আইএসসি ২ থেকে সিআইএসএসপি, আইএসএসিএ থেকে সিআইএসএম, এসওসি সিকিউরিটি টেকনোলজি সার্টিফিকেশন, সিসিএনএ, জিএসইসি, ওএসসিপি, সিসিএসপি, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, আইটিআইএল৷ অথবা কেমিক্যাল শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বরসহ এম.এসসি (কেমিস্ট্রি) পাশ হতে হবে৷ অথবা মেকানিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স / প্রোডাকশন শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে এবং মার্কেটিং / সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে স্পেশালাইজেশন-সহ ২ বছরের এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা পাবলিক রিলেশন / কমিউনিকেশন / মাস কমিউনিকেশন / জার্নালিজম বিষয়ে প্রথম শ্রেণির নম্বরসহ এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়ার চূড়ান্ত পরীক্ষায় পাশ হতে হবে অথবা কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার চূড়ান্ত পরীক্ষায় পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বরসহ ফিন্যান্সে ২ বছরের এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা প্রথম শ্রেণির নম্বরসহ হিন্দি বিষয়ে এম.এ পাশ সঙ্গে ডিগ্রি কোর্সে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বরসহ ইংরেজি বিষয়ে এম.এ পাশ সঙ্গে ডিগ্রি কোর্সে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দি ভাষায় অনুবাদের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷(পদ অনুজায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুজায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুজায়ী বিভিন্ন৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে https://bdl-india.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে এসবিআই ই-পে সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
Official Website: https://bdl-india.in/
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১২/২/২০২৫)।